1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ৮ জনের নামে হত্যা মামলা তৃণমূলে স্পষ্ট বার্তা মনিরুজ্জামান মন্টুর: বিএনপিতে ‘আওয়ামী লীগের দোসরদের’ ঠাঁই নেই নড়াইলে চোরাই ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার গ্রেফতার ০২ করিমগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত গোয়ালাবাজার ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমেদ সাহেব আর নেই পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমিতির পরিচালকের লাপাত্তা :কর্মচারীরা গ্রাহকদের হাতে অবরুদ্ধ মুন্সিগঞ্জ গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকাপে আটকে পড়া চালক সানিকে উদ্ধার হিলিতে ভুয়া পুলিশ আটক করে আসল পুলিশের কাছে হস্তান্তর বেরোবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

রাবিতে ‘কম্পিউটেশনাল ফিজিক্স অ্যান্ড কম্পিউটেশনাল মেটারিয়াল সায়েন্স’ শীর্ষক কনফারেন্স কাল

Fazly Rabbi Porosh
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর এমেরিটাস ড. একেএম আজহারুল ইসলামের সম্মানে ‘কম্পিউটেশনাল ফিজিক্স অ্যান্ড কম্পিউটেশনাল মেটারিয়াল সায়েন্স- ২০২৫’ শীর্ষক একটি কনফারেন্সের আয়োজন করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দিনব্যাপী কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। এটির আয়োজন করছে পদার্থ বিজ্ঞান বিভাগের গবেষণা ল্যাবরেটরি ‘কনডেন্সড ম্যাটার ফিজিক্স ল্যাব’- এর প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে পদার্থবিজ্ঞান বিভাগের ‘ফিজিক্স গ্যালারিতে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘কনডেন্সড ম্যাটার ফিজিক্স ল্যাব’- এর প্রাক্তন শিক্ষার্থী ও চুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আশরাফ আলী। তিনি কনফারেন্স আয়োজক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। অধ্যাপক আশরাফ আলী বলেন, কনফারেন্সে বক্তা হিসাবে তিন জন উপস্থিত থাকবেন। মূল বক্তা (কি-নোট স্পিকার) হিসাবে থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। এছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করবেন চুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মহি উদ্দিন এবং ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আলমগীর কবির। তিনি বলেন, পদার্থবিজ্ঞানের একটি বিশেষ শাখা হল কম্পিউটেশনাল ফিজিক্স অ্যান্ড কমপিউটেশনাল মেটারিয়াল সায়েন্স। বিগত ৩৪ বছর ধরে প্রফেসর আজহারুল ইসলাম স্যার এই বিষয়ের ওপর কাজ করে যাচ্ছেন। স্যারের প্রাক্তন ছাত্ররা অনেকেই এখনো এই বিষয়ই কাজ করছেন এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের ওপর খুব ভাল মানের গবেষণা পরিচালিত হচ্ছে। অধ্যাপক আশরাফ আলী আরও বলেন, কনফারেন্সে রাবি ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকগন তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব মহোদয়ের প্রধান পৃষ্ঠপোষকতায় এবং পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতি এবং কনডেন্সড ম্যাটার ফিজিক্স ল্যাবের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক এফ নজরুল ইসলামের সভাপতিত্বে কনফারেন্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান বিষয়ে তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসাবে থাকবেন রাআি উপ-উপাচার্য অধ্যাপক মো. মাইন উদ্দিন ও অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান এবং পদার্থবিজ্ঞান বিভাগের এমিরিটাস অধ্যাপক অরুন কুমার বসাক। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানের মধ্যমনি, এমিরিটাস অধ্যাপক এ কে এম আজহারুল ইসলাম। কনফারেন্স সফলভাবে সম্পন্ন করতে আংশিক সহযোগিতা করছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইন্টার সায়েন্স গ্রুপ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কনডেন্সড ম্যাটার ফিজিক্স ল্যাবের প্রাক্তন শিক্ষার্থী ও রাবি পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এফ নজরুল ইসলামের এবং ল্যাবের সাবেক দুই শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পদার্থবিজ্ঞান বিভাগ সূত্রে জানা যায়, কনডেন্সড ম্যাটার ফিজিক্স ল্যাব’টি অনেক প্রতিকূলতা থাকা স্বত্বেও, অধ্যাপক এ কে এম ড. আজহারুল ইসলাম স্যারের একক প্রচেষ্টায় ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। ড. আজহারের অধীনে এই ল্যাবে গবেষণা করে এখন পর্যন্ত মোট ১২৬ জন শিক্ষার্থী মাস্টার্স, এমফিল, ও পিএইচডি লাভ করেছেন। গত ৩৪ বছরে এই ল্যাব থেকে অসংখ্য বিশ্বমানের গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এই পর্যন্ত এই ল্যাব থেকে ৩০৮ এর অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com