সংবাদ- ২৪ ই এপ্রিল ২০২৫ ইং ফেনীর শহীদ মিনার চত্বরে গণ সমাবেশ সফল করার উদেশ্য ফেনী জেলার বিভিন্ন দ্বিনী শিক্ষা প্রতিষ্টানে আনুষ্ঠানিক ভানে দাওয়াত পৌঁছান।
এ সফরে আংশ হিসাবে দাওয়াতী কাফেলা যায় শর্শদী দারুল উলুম ইসলামিয়া মাদরাসা,জামেয়া রশীদিয়া ফেনী, দারুল উলুম হোসাইনিয়া ইসলামিয়া সোলতানিয়া লালপোল,ফুলগাজী আশ্রাফিয়া মাদরাসা,ধুমসাদ্দা রশিদীয়া,ফেনী জামেয়া ইসলামিয়া,সোনাগাজী তালিমুউদ্দিন হালিমিয়া মাদরাসা,জমিরিয়া মাদরাসা ফুলগাজী এ সময় মাদরাসার পরিচালক বৃন্দ দাওয়াত কার্ড গ্রহন করেন,তাঁরা আসন্ন গন সমাবেশ সার্বিক সফলতা কল্যান কামনা করেন।এতে উপস্হিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ,ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মাওলানা আমির হোসাইন, মাওলানা নাজমুল আলম,সেক্রেটারী মাওলানা কারী আবু বকর,সদর উপজেলা সভাপতি মাওলানা ইয়াছিন,খেলাফত মজলিশ যুব মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ জুনায়েদ, আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের সদস্য বৃন্দ।কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভুইয়া ২৪ই এপ্রিল গন- সমাবেশকে সফল করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।