সংবাদ- ফেনী সদর ধলিয়া ইউনিয়ন দৌলতপুর গ্রামে, চৌধুরী পাডা, ভুয়া RAB পরিচয়ে যুবলীগ নেতা জনতার হাতে দোলাইয়ের পর গ্রেফতার করেছে পুলিশ। সোনা মিয়া মাঝি বাড়িতে দুপুর ৪টার সময় মোহাম্মদ আব্দুল মালেক মিয়ার ঘরে তালা মারা ছিল।তিন জন লোক ঘরের তালা ভেঙ্গে ঘরে ডুকলে লোকজন জিজ্ঞেস করে তারা কার এবং কেন ঘরের তালা ভেঙ্গেছে উত্তরে তারা বলে আমরা RAB 07 এর অফিস থেকে এসেছি আব্দুল মালেক এর ছেলে ইসমাইল কে গ্রেফতার করার জন্য তার নামে মামলা আছে।তারা ঘরে ডুকেই জিনিসপত্র এলোমেলো করতেছে এবং ঘরে আলমারিতে কি আছে আলমারি ভাঙার চেষ্টা করে।এমন সময় ইসমাইলের মা আশে পাশে মানুষকে ডেকে জোড করলে এবং তাদের পরিচয় ও RAB এর আই ডি কার্ড দেখাতে বললে তারা উল্টো কথা বলতে থাকে।জনতা ক্ষিপ্ত হয়ে তাদের কে গন- ধোলায় দেয় এবং ফেনী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাদের জিজ্ঞাসা বাদ করে তাদের আসল পরিচয় পাওয়া যায়। ১।শরিফুল ইসকাম মিলন পিতা কোরবান আলি গ্রাম মাইজবাডিয়া( কালিদহ ইউনিয়ন) ফেনী সদর। ২। নাছির উদ্দীন পিতা- অঙ্ঘাত,গ্রাম-হাফেজিয়া( হাফেজিয়া মাদরাসার পাশ্বের বাডি(কালিদহ ইউনিয়ন) ফেনী সদর।। ৩। আব্দুর রহিম পিতা অঙ্ঘাত,গ্রাম-লালপোল দার কোনা (কালিদহ ইউনিয়ন) এর তিন জনই কালিদহ ইউনিয়ন যুবলীগ লাল শাহআলম এর লোক।