1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ৮ জনের নামে হত্যা মামলা তৃণমূলে স্পষ্ট বার্তা মনিরুজ্জামান মন্টুর: বিএনপিতে ‘আওয়ামী লীগের দোসরদের’ ঠাঁই নেই নড়াইলে চোরাই ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার গ্রেফতার ০২ করিমগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত গোয়ালাবাজার ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমেদ সাহেব আর নেই পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমিতির পরিচালকের লাপাত্তা :কর্মচারীরা গ্রাহকদের হাতে অবরুদ্ধ মুন্সিগঞ্জ গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকাপে আটকে পড়া চালক সানিকে উদ্ধার হিলিতে ভুয়া পুলিশ আটক করে আসল পুলিশের কাছে হস্তান্তর বেরোবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ফসলী জমি রক্ষা ও বালুমহাল ইজারা বাতিল দাবিতে কৃষকদের মশাল মিছিল

মোঃ নুর আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীর ভাঙন থেকে ফসলি জমি রক্ষা, পথচারী চলাচলে দুর্ভোগ নিরসন ও পরিবেশবান্ধব ঝাড়বাড়ী গড়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দাবি আদায়ে কৃষকরা অব্যাহত ভাবে আন্দোলন করলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না জেলা প্রশাসন, বলে দাবি করেন তারা। এবার মশাল মিছিল করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ১৮ এপ্রিল শুক্রবার উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি এলাকার শান্তি চত্তরে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া জয়গঞ্জ ঘাটে বালু না থাকলেও সম্প্রতি সেখানে বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন। এর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি এলাকায়। আন্দোলন শুরু করেন ভুক্তভোগী কৃষক ও নদী তীরবর্তী বাসিন্দারা। ইতোমধ্যে অপরিকল্পিতভাবে বালুতোলায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে গভীর গর্ত করায় আশপাশে ভাঙন দেখা দিয়েছে। এ কারণে প্রায়
২০০ বিঘা জমি নদীগর্ভে বিলিন হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা আর জমি হারাতে চাননা। শেষ সম্বল রক্ষায় বাধ্য হয়ে নেমেছেন আন্দোলনে। এরই অংশ হিসেবে মশাল মিছিল থেকে তারা অবশিষ্ট ফসলি জমি রক্ষা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
কর্মসূচিতে ‘দাবি মোদের একটাই, বালুমহাল ইজারা বাতিল চাই’, ‘বালুখেকোর চামড়া তুলে নেব আমরা’, ‘বালুখেকোর ঠিকানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘দালালদের চামড়া তুলে নেব আমরা’, ‘বালুখেকো নিপাত যাক কৃষক পাবে পেটে ভাত’, ‘সর্বস্তরের জনগণ গড়ে তোলো আন্দোলন’, ‘ঝাড়বাড়ির শত্রুরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন কৃষকরা।
ভুক্তভোগী কৃষক আবদুল মতিনের সভাপতিত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন গড়ফতু উদয়ন ক্লাবের সভাপতি হামিদুর রহমান, আন্দোলনের সমন্বয়ক ও কৃষক আবু বক্কর সিদ্দিক, ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ জাকির হোসেন প্রমুখ। এ সময় মিছিলে অংশ নেন হাজারো ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দা।
আন্দোলনের সমন্বয়কারীরা বলেন, ‘আমরা আশা করছিলাম জেলা প্রশাসন পরিদর্শন করে অল্প সময়ের মধ্যেই ইজারাটি বাতিল করবে, কিন্তু তা হয়নি। জেলা প্রশাসন ইজারা বাতিলের কালক্ষেপণ করায় এই মশাল মিছিল। এরপরেও বালুমহালের ইজারা বাতিল না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রাম ও কাশিমনগর অংশে বলদিয়া পাড়া বালুমহাল আড়াই বছর আগে স্থানীয়দের জানমাল রক্ষার আন্দোলনের মুখে বাতিল হয়ে। সেটি আবারো ইজারা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ২০২২ সালে ইজারা বাতিল হওয়ার পর থেকে নিরাপদেই ছিল স্থানীয় কৃষি ও জীববৈচিত্র। আশপাশের চাষিরা নানা ফসল ফলিয়ে আবারো স্বপ্ন বুনতে শুরু করেছিলেন, কিন্তু সেখানে পুনরায় বাধা হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। স্থানীয় জনমত উপেক্ষা করে প্রশাসনের হঠাৎ এমন সিদ্ধান্তে হতবাক ও ক্ষুব্ধ এলাকাবাসী। আর সে কারণেই ২০২২ সালের মত আবারো ফসলি জমি রক্ষায় ইজারা বাতিল দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় কৃষকরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com