দেশের উওর অঞ্চলের জেলা কুড়িগ্রাম, এ জেলার মানুষ বেশির ভাগ দরিদ্র সীমার নিচে বাস করে কিন্তু এ জেলার মানুষের সৌখিন দিক গুলো খুব চমৎকার। কুড়িগ্রামে এখনো প্রচলিত আছে ৭০অথবা ৮০ দশকের নানা গ্রামীণ সংস্কৃতি।এসব সংস্কৃতির অংশ হিসেবে আছে নানা বয়সের মানুষের একএে বসে টেলিভিশন দেখা,কয়েকজন মিলে মাছধরা, গোল্লাছুট,ঘোড়াখেলা,নৌকা বাইচ,বৈশাখী মেলা,মেয়েদের দড়িখেলা,চেয়ার খেলা,বালিশ খেলা ইত্যাদি।এসব পুরনো সংস্কৃতি মনে করিয়ে দেয় আমাদের গ্রামীণ জীবনের ইতিহাস ও ঐতিহ্য। গ্রামীণ জনপদের অবসর সময়ে বাড়ীতে বাড়ীতে বসে পালাগানও জারিগানের আসর,তাছাড়া কুড়িগ্রাম জেলার নানা প্রান্তে সপ্তাহে ১দিন বা ২দিন বসে গ্রামীণ হাট এসব হাটে পাওয়া যায় হরেক রকমের ব্যবহারের জিনিস। আমাদের দেশের প্রাচীন সংস্কৃতিকে যুগযুগ ধরে বাঁচিয়ে রেখেছে উওর অঞ্চলের অন্যান্য জেলা সহ কুড়িগ্রাম জেলায় এসব চিত্র সরেজমিনে এসে দেখা গেছে