1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ৮ জনের নামে হত্যা মামলা তৃণমূলে স্পষ্ট বার্তা মনিরুজ্জামান মন্টুর: বিএনপিতে ‘আওয়ামী লীগের দোসরদের’ ঠাঁই নেই নড়াইলে চোরাই ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার গ্রেফতার ০২ করিমগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত গোয়ালাবাজার ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমেদ সাহেব আর নেই পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমিতির পরিচালকের লাপাত্তা :কর্মচারীরা গ্রাহকদের হাতে অবরুদ্ধ মুন্সিগঞ্জ গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকাপে আটকে পড়া চালক সানিকে উদ্ধার হিলিতে ভুয়া পুলিশ আটক করে আসল পুলিশের কাছে হস্তান্তর বেরোবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

বেরোবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

হোসাইন জামান সোহাগ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তারই বিভাগের এক শিক্ষার্থী। ফেসবুকে ছদ্মনামে দেওয়া একটি পোস্টে ভুক্তভোগী ছাত্রী বিস্তারিতভাবে অভিযোগ তুলে ধরেন এবং কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশটও প্রকাশ করেন।

ছাত্রীর দাবি, সম্পর্কের শুরুটা হয়েছিল শিক্ষকের পক্ষ থেকে প্রশংসামূলক কথার মাধ্যমে। একপর্যায়ে মেসেঞ্জারে ব্যক্তিগত খোঁজখবর নেওয়ার অজুহাতে তিনি তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন। ছাত্রী জানান, শুরুতে বিষয়গুলো সরল মনে নিলেও পরে তা কু-উদ্দেশ্যপ্রবণ হয়ে ওঠে। শিক্ষকের অনুরোধে তিনি একবার তার বাসায় গিয়েছিলেন, যা পরে বিভিন্নভাবে তার কাছে ব্ল্যাকমেইলের হাতিয়ার হয়ে দাঁড়ায়।

একপর্যায়ে শিক্ষক রশীদুল ইসলাম ছাত্রীকে শাড়ি পরা ছবি পাঠানোর অনুরোধ করেন। এমন আচরণে অস্বস্তিবোধ করে ছাত্রী তা তাৎক্ষণিকভাবে বন্ধুর সঙ্গে শেয়ার করলে, সেই বান্ধবীও জানান যে তার কাছেও এমন অনুরোধ করা হয়েছিল। এছাড়া, ভাইভা পরীক্ষার সময় শিক্ষক সরাসরি ছবি তোলেন এবং ইনবক্সে অশালীন ভাষায় বার্তা পাঠান বলে দাবি করেন ওই ছাত্রী।

ঘটনার আরও একপর্যায়ে শিক্ষক তাকে নিজের চেম্বারে ডেকে নিয়ে রেজাল্ট খারাপ হওয়ার ভয় দেখিয়ে মানসিকভাবে চাপে ফেলে অশালীন প্রস্তাব দেন বলে অভিযোগ করেন তিনি। এক পর্যায়ে ছাত্রীকে ‘তোমার সিনিয়ররাও এভাবেই পাস করেছে’ বলেও মন্তব্য করেন বলে দাবি ভুক্তভোগীর।

করোনা মহামারীর সময় ছাত্রীর আইডি ডিলিট হয়ে যাওয়ার পর, শিক্ষক তার নতুন আইডি খুঁজে বের করে পুনরায় যোগাযোগের চেষ্টা করেন। এমনকি পরে শিক্ষক তার স্ত্রীর আইডি থেকেও বার্তা পাঠাতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ে ফেরার পর, শিক্ষকের চাপের মুখে ছাত্রী তার প্রজেক্ট ওই শিক্ষকের তত্ত্বাবধানে করতে বাধ্য হন। একদিন তার রুমে গিয়ে কাজ নিয়ে আলোচনা করতে গেলে শিক্ষক বান্ধবীকে বাইরে দাঁড় করিয়ে রেখে ছাত্রীকে একা কথা বলার অজুহাত দেখিয়ে কুপ্রস্তাব দেন এবং শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। ছাত্রী সেখান থেকে বেরিয়ে আসেন এবং বিষয়টি কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে জানান।

পরবর্তীতে পরিকল্পিতভাবে হানি ট্র্যাপ তৈরি করে ছাত্রী শিক্ষকের কথোপকথনের স্ক্রিনশট রাখেন, যাতে তার বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়। তিনি জানান, যেহেতু আগের অনেক চ্যাট ডিলিট করে দেওয়া হয়েছিল, তাই নতুন করে কিছু প্রমাণ সংগ্রহ করতে বাধ্য হন।

এর আগে গত ১৭ এপ্রিল অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে নম্বর টেম্পারিং এবং শিক্ষার্থীদের হুমকির অভিযোগে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।

অভিযোগ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম কোনো ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান জানান, “ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com