“কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, এই মুহূর্তে পল্লী রেশন, চালু কর করতে হবে’’
এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে ক্ষেতমজুর সমিতির ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উলিপুর ক্ষেতমজুর সমিতির আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মেলনসহ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমরেড দেলোয়ার হোসেনকে সভাপতি ও বিশ্বজিৎ সিং বাপ্পাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটি ঘোষণা ও সম্মেলন শেষে শহিদ মিনার থেকে একটি র্যালি বের করা হয়।র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম-চিলমারী সড়কের (গবা মোড়) এসে সমবেত হয়ে সমাবেশ করে।
এ সময় বক্তব্যে রাখেন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি উপেন্দ্রনাথ রায়, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নব্য কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, জেলা কৃষক সমিতির সভাপতি নুর মোহম্মদ আনছার প্রমুখ