নোয়াখালী বেগমগঞ্জে ১৪৫ তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ঐতিহ্যবাহী লক্ষীনারায়ণপুর স্কুলে পাঁচ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডারের বেসিক কোর্সে অনুষ্ঠিত উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট বেগমগঞ্জ উপজেলার সভাপতি আরিফুর রহমান।
স্কাউটস উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কাউটস জ্ঞান অর্জন বিতরণ ও জীবনে স্কাউটের প্রয়োজনীয়তা উপভোগ করার নিমিত্তে এই কোর্স দীর্ঘদিন পর উপজেলা স্কাউটের সম্পাদক লক্ষীনারায়ণপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সফি উদ্দিন এর সার্বিক সহযোগিতা ও নির্দেশনা আরো উপস্থিত ছিলেন কোর্স লিডার নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তোফাজ্জল হোসেন।
গ্রুপ কমিটির সভাপতি ও খাদ্য উপকমিটির কমিটির আহবায়ক শিবপুর হাই স্কুলের শিক্ষক গোপাল চন্দ্র দাস।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ছয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান।
লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের এর সহকারী শিক্ষক হারুন অর রশিদ।
বেগমগঞ্জ স্কাউটস এর সহকারী কমিশনার গনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নিজাম উদ্দিন। বেগমগঞ্জ স্কাউটস এর সাবেক সম্পাদক লাউতলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইসমাইল হোসেন।
উপজেলার স্কাউসের উক্ত প্রশিক্ষনে আয়োজন করতে পেরে সাধারণ সম্পাদক জানান, স্কাউসের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ এবং তাদের প্রশিক্ষণের জন্য শিক্ষকদের এই বেসিক কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরি আলোকে আমরা ৪১জন শিক্ষকদের নিয়ে পাঁচ দিনব্যাপী বেসিক কোর্সটি আমার স্কুলে ব্যবস্থা করতে পেরে অত্যন্ত আনন্দিত।
এই জন্য আমি এবং নির্বাহী কমিটির সকল সদস্য উপজেলা নির্বাহী অফিসার মো :আরিফুর রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।