1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ টি ভারতীয় মোবাইলসহ একজন আটক কয়রায় ইসলামী শিক্ষার আলোকবর্তিকা: রহিমিয়া জামে মসজিদ, মাদ্রাসা ও ইয়াতিমখানার শুভ উদ্বোধন দলে অনুপ্রবেশ ও ফ্যাসিষ্ঠ ঠেকাতে কচাকাটায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা মোঃআবুসাঈদ ইসলাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম জয়পুরহাটের আক্কেলপুরে অর্থ আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবস্থাপক রিজওয়ানা ফারজানা আবার গ্রেপ্তার নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত চীনের দেয়া ১০০০ শয্যা হাসপাতাল নীলফামারী দারোয়ানি মাঠে হওয়ার যৌক্তিক দাবি ড. খায়রুল আনামের বানারীপাড়ায় বস্তার নিচে চাপা পড়ে আড়াই বছরের শিশু আল মাহমুদের মর্মান্তিক মৃত্যু গলাচিপা-চিকনিকান্দি সড়কের বেহাল দশা টাংগাইলের নাগরপুরে বালু মহলে অভিযান আটক ১ পোপ ফ্রান্সিস এর মৃত্যু

আপন ভাইয়ের ধারালো দায়ের কোপে ভাই ও ভাতিজা গুরুতর আহত

মো: সাইদুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বানারীপাড়ার উদয়কাঠীর তেতলা গ্রামে পূর্ব বিরোধের জেরে আপন ভাই ও ভাতিজার ধারালো দায়ের কোপে জব্বার হাওলাদার(৫৫) ও তার ছেলে রাকিব হাওলাদার(২০) গুরতর আহত হয়েছে। এ সময় জব্বার হাওলাদারের স্ত্রী পারুল বেগম(৫৫) কে ও বেধরক মারধর করে তার কাছ থেকে একভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা।পরে আহতদের উদ্দ্বার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনেরা। এর মধ্যে জব্বার হাওলাদারের মাথায় কোপের আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করার পরে ৩ বার বমি করার কারনে ওইদিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে কর্তব্যরত চিকিৎসক।এ ব্যাপারে ১৮ এপ্রিল রাতে জব্বার হাওলাদারের ভাইগ্না রফিকুল ইসলাম বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, গত ১৮ এপ্রিল দুপুরে বৃষ্টি’র সময় উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামের জাফর হাওলাদারের একটি ছোট মেহেগানি গাছ পার্শ্ববর্তী আপন ভাই জব্বার হাওলাদারের ঘড়ের উপর পরে যায়। ঘড়ের ক্ষতির আশংকায় জব্বার হাওলাদার তার ঘড়ের উপর পরে যাওয়া গাছ ভাই জাফর হাওলাদারকে সরাতে বললে ও তারা এতে কোন কর্নপাত না করায় জব্বার হাওলাদার ও ছেলে রাকিব পরে যাওয়া ওই গাছের ডালপালা কাটতে গেলে জাফর হাওলাদার ও তার ছেলে জাকারিয়া গাছ কাটতে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালি-গালাজ করে। এ সময় কথা কাটা,-কাটির এক পর্যায়ে জাফর হাওলাদার,স্ত্রী নাজমিন বেগম ও ছেলে জাকারিয়া ধারালো দাও-বটি ও লাঠি-সোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় দায়ের কোপে জব্বার হাওলাদার ও তার ছেলে রাকিব হাওলাদার গুরুতর জখম হয়। এ সময় জব্বারের স্ত্রী পারুল বেগমকে ও বেধরক মারধর করা হয় এবং তার গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্নের চেইন ও ছিনিয়ে নেয় জাকারিয়া ও তার মা নাজমিন বেগম। জব্বার হাওলাদার ও ছেলে রাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্দার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় জব্বার হাওলাদারের ভাইগ্না রফিকুল ইসলাম ওইদিন বাদী হয়ে জাফর হাওলাদার(৪৯),ছেলে জাকারিয়া(১৯) ও নাজমিন বেগম(৩৬) কে আসামী করে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ১৯ এপ্রিল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানারীপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো ফরিদ হোসেন।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা জানান,ইতিমধ্যেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে ও তিনি জানান।
ছবির ক্যাপশন : বানারীপাড়ার উদয়কাঠীর তেতলায় পূর্ব বিরোধের জেরে আপন ভাইয়ের হামলায় আহতরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com