চীনের অর্থায়নে নির্মাণাধীন ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল নীলফামারী জেলার দারোয়ানি মাঠে স্থাপনের যৌক্তিক দাবি তুলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মোঃ খায়রুল আনাম। ড. খায়রুল আনাম তাঁর দাবিতে বলেন, “দারোয়ানি মাঠটি রংপুর বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে হাসপাতাল নির্মাণ করা হলে উত্তরা ইপিজেড সহ বিভাগের সকল জেলার সর্বস্তরের মানুষ সহজে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে। যোগাযোগ ব্যবস্থা এবং স্থান নির্বাচনে এখানকার ভৌগোলিক অবস্থান সুবিধাজনক।” তিনি আরও বলেন, “এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়নের আগে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনীয়তা যাচাই করা উচিত। তাছাড়া, স্বাস্থ্যসেবা খাতে এমন বড় উদ্যোগের প্রভাব স্থানীয় মানুষের উপর কি হবে, সে বিষয়েও গভীরভাবে চিন্তা-ভাবনা করা প্রয়োজন।”ড. খায়রুল আনাম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “এ প্রকল্পের বাস্তবায়ন হলে স্বাস্থ্যখাতে নীলফামারী জেলায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং এটি একটি দীর্ঘমেয়াদী লাভজনক উদ্যোগ হবে।” এদিকে, স্থানীয় জনগণের মধ্যে ড. খায়রুল আনামের বক্তব্যের পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। জনগণ মনে করছে, দারোয়ানি মাঠে হাসপাতাল স্থাপন হলে চিকিৎসাসেবা ব্যাপকভাবে সহজলভ্য হবে এবং এটি এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।