1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে কয়েকশ ঘরবাড়ি ও গাছপালা ‎জুলাই বিপ্লবের শহীত জসীমউদ্দীনের কন্যার আত্মহত্যা, এলাকাজুড়ে শোকের ছায়া নড়াইলে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাইকেলিং প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণ বঙ্গোপসাগরে ধরা পড়ল ১৫২ কেজির ভোল পোয়া, জেলেপাড়ায় আনন্দের জোয়ার উল্লাপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক দ্য উইক’ ম্যাগাজিনে Tarique Rahman কে নিয়ে কাভার স্টোরি ফেনীতে পৃথক তিন অভিযানে ইয়াবা,গাঁজা সহ তিন জনকে গ্রেফতার কালকিনিতে শালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম হিলিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৮০ বস্তা চাল জব্দ ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভাকে সফল করতে মতবিনিময় ও পরামর্শ সভা

পুরান ঢাকা বেগম বাজার হাসপাতালের রোড দখল করে অবৈধ পার্কিং

ফখরুল আলম সাজু
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ঢাকা রাজধানীবাসীর কাছে এক আতঙ্কের নাম যানজট, সকালে অফিস স্কুল আর হাসপাতালে পৌঁছাতে যেন রীতিমতো যুদ্ধ করতে হয়, পুরান ঢাকা বেগম বাজার মাজারের সামনে এই ছোট্ট সড়কটিতে। ১ দিকে সড়কে গাড়ির চাপ অন্যদিকে অবৈধ পার্কিং আর বেগম বাজার কমিটি সেন্টার রড সিমেন্ট এর যেন মিটফুটে এই রোডটিতে মড়ার উপর খাঁড়ার ঘা। সরেজমিনে দেখা গেছে, পুরান ঢাকা বেগম বাজার ৩ মাজারের সামনে ছোট সড়কটিতে ট্রাক পিকআপের চার ভাগের ৩ ভাগই যেন পার্কিংয়ের দখলে। স্থানীয় প্রভাবশালী নেতা পরিচয়ে দিয়ে আনোয়ার এবং কাউসার ও রনির মদদে মহাসড়কের ওপর গাড়ি পার্কিং করা গাড়িগুলো সিরিয়ালে দাঁড় করাচ্ছিলেন। এভাবে মহাসড়কে গাড়ি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে প্রতিদিন মালামাল উঠানামা করা হয়, এতে ওই সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়, বিশেষ করে হাসপাতালে রোগীদের আসা যাওয়া ও রুগীদের অ্যাম্বুলেন্স গুলো ঢুকতে অনেক বিরম্বনার শিকার হয়। এই বিষয়ে কথা বললে বিপদ আছে এই ভয়ে কেউ মুখ খুলতে রাজি হননি কেউ, গাড়ি চালকদের সাথে কথা বলে জানা যায় বড় ট্রাকের থেকে ১০০ করে এবং ছোট গাড়ি থেকে ৫০ টাকা করে প্রতি ঘন্টায় ভাড়া নেওয়া হয়, ফলে রোগীদের প্রচুর দুর্ভোগ পোহাতে হয়। যানজটের কারণে প্রতিদিন প্রায় মানুষের যাতায়াতের কষ্ট প্রচুর কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, ফলে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে আর জ্বালানি পুড়ছে, ফলে পুরান ঢাকার বাণিজ্যিক গুরুত্ব কমছে। সিটি কর্পোরেশন বলছেন ঢাকা শহরে ব্যবহার যোগ্য রাস্তার পরিমাণ মাত্র ৫ শতাংশ, ফলে আমাদের রাস্তার ওপর গণমানুষ ও পরিবহনের চাপ অত্যাধিক বিশেষ করে , চকবাজার, মৌলভীবাজার, ছোট কাটরা ও বড়কাটরা, পাটুয়াটুলীসহ অন্যান্য এই এলাকায় পাইকারী বাজারগুলোতে পার্কিং সুবিধা না থাকার যানজট লেগে থাকে। গুলিস্তানে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়া গেলে যানজট আরও কমবে, পুরান ঢাকার বিভিন্ন স্থানে স্কাইওয়াক স্থাপন ও স্মার্ট পার্কিং চালু করার গেলে এ সমস্যা থেকে মুক্তি মিলবে। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার সাথে ১৮টি স্টেক হোল্ডার রয়েছে। সবার মধ্যে সমন্বয় বাড়ানো গেলে যানজট কমনো সম্ভব হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com