পটুয়াখালীর কলাপাড়ায় মাইক্রোবাসের চাঁপায় মো.জাবের (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২ টার দিকে কলাপাড়া -কুয়াকাটা সড়কের পাখিমারা এলাকায় ঘটনা ঘটে।
জাবের উপজেলার লতাচাপলী ইউনিয়নের হুইচান পাড়া গ্রামের মো.আফজাল হোসেনের ছেলে।
সে পাখিমারা এলাকায় নানা মো.ফারুক হোসেনের বাড়ীতে বেড়াতে আসছিল।
ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় থানায় একটি ইউ, ডি মামলা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কলাপাড়া থানার ও,সি মো.জুয়েল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।