ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। ফাইনালে তিনি তারই জেলার প্রতিদ্বন্দ্বী রাশেদ বলীকে পরাজিত করেন। গত আসরেও একই প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জিতেছিলেন বাঘা শরীফ।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় চট্টগ্রামের লালদীঘি মাঠে বালুর মঞ্চে শুরু হয় বলী খেলা। খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
প্রতিযোগিতায় অংশ নেন প্রায় দেড় শতাধিক বলী। খেলা দেখতে দুপুর থেকেই লালদীঘি ময়দানে ভিড় জমায় হাজারো দর্শক। চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা আসেন এ ঐতিহ্যবাহী প্রতিযোগিতা উপভোগ করতে।
জব্বারের বলী খেলাকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। কোতোয়ালী মোড় থেকে আন্দরকিল্লা এলাকা পর্যন্ত বসেছে নানা ধরনের মেলার দোকানপাট।
প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা বলী খেলার চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় সন্ধ্যা ৬টায়। মেলা কমিটির পক্ষ থেকে বিজয়ীর হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রামের জব্বারের বলী খেলা শুধু ক্রীড়ার প্রতিযোগিতা নয়, এটি এ অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন। শত বছরের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর বৈশাখের এ আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের বলীরা।