1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে শিশু বেলাল হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেনের সংবাদ সম্মেলন শিবগঞ্জের কিচক ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা সেবা দৌরাত্ম্যে পিয়ন মোস্তা চাঁপাইনবাবগঞ্জে হিরোইন সহ এক ভুয়া সাংবাদিক গ্রেফতার শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হোমনায় জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফকে সংবর্ধনা পলাশবাড়ীতে সংকর জাতের গাভী পালন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ধর্মপাশায় জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৫ উদযাপন নেত্রকোনায় শিলাবৃষ্টিতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

মাসুদ সাঈদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীর আরো ১৬ জন জামায়াতে ইসলামীতে যোগদান

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র,জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর- ০১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদীর হাত ধরে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সনাতন ধর্মাবলম্বীর ১৬ জনে জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী পিরোজপুর সদর উপজেলার হুলারহাট,পিটিআই,খালিশাখালি, রায়েরকাঠি ও মরিচাল এলাকায় জামায়াতে ইসলামীর পক্ষে গণ সংযোগকালে মাসুদ সাঈদীর আহবানে সাড়া দিয়ে সনাতন ধর্মাবলম্বী ১৬ জনসহ অসংখ্য মানুষ জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
সনাতন ধর্মাবলম্বীর যোগদানকৃত ব্যাক্তিরা হলেন,পিরোজপুর সদর উপজেলার বিশ্বজিৎ সাহা,কুন্ডু সাহা, সমীরণ সাহা,জয় সাহা,উত্তম কুন্ড, নিতাই কুন্ডু,অচিন কুন্ডু, সুনীল দাস ও বানেশ্বর গ্রামের কৃষ্ণ রায়,কৃষ্ণ কুমার মাঝি,কদমতলার রতন কুমার শীল,শিকারপুরের সুকান্ত মিস্ত্রি, পালপাড়ার নিতাই মন্ডল,মনিন্দ্র লাল সাহা,সুকুমার রায় ও রাজার হাটের জয়দেব মিত্র সহযোগী সদস্য ফরম পূরণ করেছেন।
গণসংযোগকালে মাসুদ সাঈদীর সঙ্গে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব,জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক,সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক,পৌর আমির মাওলানা ইসাহাক আলী সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে জনাব মাসুদ সাঈদী বলেন,লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে,আমাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা প্রয়োজন,আর অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকে নিরলস পরিশ্রম করতে হবে,আমাদের কাজ করতে হবে।
সমাজ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস,দূর্নীতি,লুটপাট দুর করে একটি শোষনমুক্ত,বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন,
আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, ০৫ আগস্টের বিজয় আমাদের সঠিক পথ দেখিয়েছে,এখন প্রয়োজন যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্বের মাধ্যমে সঠিক পথ ধরে দেশকে এগিয়ে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি পূর্ণ সমর্থন জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com