1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে শিশু বেলাল হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেনের সংবাদ সম্মেলন শিবগঞ্জের কিচক ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা সেবা দৌরাত্ম্যে পিয়ন মোস্তা চাঁপাইনবাবগঞ্জে হিরোইন সহ এক ভুয়া সাংবাদিক গ্রেফতার শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হোমনায় জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফকে সংবর্ধনা পলাশবাড়ীতে সংকর জাতের গাভী পালন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ধর্মপাশায় জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৫ উদযাপন নেত্রকোনায় শিলাবৃষ্টিতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই বিষয়ক সেমিনারে বিভাগীয় কমিশনার- ফিরোজ সরকার

ইন্দ্রজিৎ টিকাদা , খুলনা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয়কে যেমন দেখতে চাই বিষয়ক সেমিনার ২৭ এপ্রিল  রবিবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম স¦নামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান শুরু থেকে আজ পর্যন্ত সুনামের সাথে শিক্ষাকার্যক্রমে সংশ্লিষ্ট রয়েছে। এটা শুধু বড় বড় বিল্ডিং আর ইমারত দিয়ে তৈরি হয়নি, বরং এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিবছর বহুসংখ্যক শিক্ষার্থী সুনামের সাথে তাদের একাডেমিক কার্যক্রম শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হচ্ছে। তবে বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের  কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে। এখানে শিক্ষার্থীদের থাকার জন্য পর্যাপ্ত আবাসিক হলের সুবিধা থাকা খুবই জরুরি। এছাড়া ভারি বৃষ্টি হলেই বিশ্ববিদ্যালের মধ্যে জলাদ্ধতা তৈরি হয়। বিশ্ববিদ্যালয় এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হওয়া দরকার। এক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজনে  জমি অধিগ্রহণ  করা যেতে পারে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মকেই হাল ধরতে হয়। সুন্দর পরিবেশের একটি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাস ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। খুলনা সিভিল সোসাইটি’র সভাপতি এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম। বিশ^বিদ্যালয় সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সোসাইটি’র সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। খুলনা সিভিল সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী ও  সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিল ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com