1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে শিশু বেলাল হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেনের সংবাদ সম্মেলন শিবগঞ্জের কিচক ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা সেবা দৌরাত্ম্যে পিয়ন মোস্তা চাঁপাইনবাবগঞ্জে হিরোইন সহ এক ভুয়া সাংবাদিক গ্রেফতার শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হোমনায় জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফকে সংবর্ধনা পলাশবাড়ীতে সংকর জাতের গাভী পালন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ধর্মপাশায় জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৫ উদযাপন নেত্রকোনায় শিলাবৃষ্টিতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকা লন্ডভন্ড

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুটি। আরও ক্ষতিগ্রস্ত হয়েছে একরের পর একর ধানক্ষেত ও ভুট্টাক্ষেত।

শনিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের তান্ডবে জেলার বিভিন্ন এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

 

খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রাম জেলা সদর ও বিভিন্ন উপজেলার ওপর দিয়েও হঠাৎ দমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এদিকে, কুড়িগ্রাম জেলা সদরের পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স, খামার বাড়ি, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

 

অপরদিকে, কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রাম রেল স্টেশনের ওপরের তলার গ্লাস ও জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তলায় জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে গেছে। এসময় আতংকিত হয়ে পড়ে রোগী ও তার স্বজনরা।

 

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের এক কৃষক বলেন, রাতের হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমার দুই একর জমির ধান নুইয়ে পড়েছে। এ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি, কি হবে জানিনা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে এ জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে এ অফিসেরও অনেক গাছপালা উপড়ে পড়েছে। তবে রাতে ঝড় হওয়ায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com