1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় শিলাবৃষ্টিতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি জাতীয় আইনগত সহায়তা দিবস সিলেটের ১৭টি পাথর কোয়ারি সচলে দাবিতে সংবাদ সম্মেলন আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দিনের স্বাক্ষ্য গ্রহণ হলো শিল্পী সংঘের নির্বাচনে জয় পেয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করেন, কুলিয়ারচরের সালাম সুমন টাঙ্গাইলে ভাতিজার হাতে চাচা খুনের মামলায় ৩ জনকে জেলহাজতে প্রেরণ ৭ দিনের রিমান্ডের আবেদন ফরিদপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ২৯টি হিন্দু পরিবারের মানববন্ধন সুন্দরবনে ত্রাসের রাজত্বে ছেদ, অস্ত্রসহ ধরাশায়ী আনারুল বাহিনীর সহযোগী নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ অনুষ্ঠিত বুড়িমারী টু কমলাপুর ট্রেন চলাচলের জন্য মহাসড়ক ও রেলপথ অবরোধ

ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে হাঁস চোর চক্রের ০৫(পাঁচ) জন গ্রেফতার

আহসান হাবিব শিবলু, বগুড়া
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
(২৭ এপ্রিল রবিবার) বগুড়া জেলার  শাজাহানপুর থানাধীন ফটকি ব্রিজের পশ্চিমপার্শ্বে হাইওয়ে রাস্তার পাশেই তার মোঃ ছানোয়ার হোসেনের পিতার নিজস্ব জায়গায় হাসের খামার দিয়ে তথায় ৩০০ টি হাঁস লালন পালন করিয়া আসিতেছে। ২৩/০৪/২০২৫ খ্রি. রাত্রী অনুমান ০৩.৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় অস্ত্রধারী ডাকাত দল উক্ত খামারে দরজা ধরিয়া ডাকাডাকি করিয়া দরজা খুলিতে বলে। বাদীর বাবা দরজা না খুলিলে উক্ত অজ্ঞাতনামা ডাকাতদল খামারের দরজা ভাঙ্গিয়া খামারের ভিতরে অনধিকার প্রবেশ করিয়া তাদের হাতে থাকা চাকু দ্বারা ভয় দেখাইয়া খামোরে থাকা লুঙ্গি চাকু দিয়ে কাটিয়া তার বাবার হাত-পা বাধিয়া রেখে ডাকাত দল খামারে থাকা ৩০০ (তিনশত) টি হাঁস, যাহার মূল্য অনুমান ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা, এবং ৩০০ (তিনশত) টি হাঁসের ডিম, যাহার মূল্য অনুমান ৫,১০০/- (পাঁচ হাজার একশত) টাকা হইবে নিয়ে রাস্তার পাশেই থাকা তাদের সবুজ রংয়ের পিক আপে তুলিয়া অনুমান ৩০/৪০ মিনিট পরে ঘটনাস্থল হইতে চলিয়া যায়। এ সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা নং-৬২, তারিখ-২৬/০৪/২০২৫ খ্রি., ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।
বাদীর প্রাপ্ত এজাহারের ভিত্তিতে বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে তথ্য প্রযুক্তি ও নিঁখুত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬/০৪/২০২৫ খ্রি. ০৪.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মালতিনগর ভাটকান্দি ব্রীজ এলাকা হইতে তদন্তে প্রাপ্ত আসামী আলী আজম ও রবিউল ইসলামদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তদন্তে প্রাপ্ত আসামী ১. মোঃ আলী আজম (৩৬), পিতা-মৃত রমজান আলী ওরফে রঞ্জো, সাং-আড়োলা (উত্তরপাড়া), থানা-কাহালু, ও ২. মোঃ রবিউল ইসলাম (৩২), পিতা-মৃত ইব্রাহিম আলী, সাং-বড় জিনুইর, থানা-আদমদিঘী, উভয় জেলা-বগুড়া, এ/পি সাং-চর ভূতা (উত্তর অংশ), থানা-লক্ষ্মীপুর সদর, জেলা-লক্ষ্মীপুরদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহাদের দেওয়া তথ্য মতে তদন্তেপ্রাপ্ত আসামী ৩. মোঃ ওমর ফারুক (৩৮), পিতা-মৃত আব্দুল মান্নান মণ্ডল, সাং-ভাদরা, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে একই তারিখে ০৫.২৫ ঘটিকার সময় তার নিজ বাড়ী গ্রেফতার করা হয় এবং তাহার বসতবাড়ীর গরু রাখার সেড হইতে ২৬/০৪/২০২৫ খ্রি. ০৫.৫৫ ঘটিকার সময় ডাকাতী হওয়া ২৫০ (দুইশত পঞ্চাশ) টি পাতি হাঁস উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে তদন্তে প্রাপ্ত আসামী আলী আজম এর দেওয়া তথ্য মতে একই তারিখ ০৭.৪৫ ঘটিকার সময় গাবতলী থানাধীন বাইগুনী বাজার হইতে তদন্তে প্রাপ্ত আসামী ৪. মোঃ মতিউর রহমান ওরফে মতি (৩৫), পিতা-মোঃ মাহফুজার রহমান, সাং-বাইগুনী (শাহীর পাড়া), থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার পূর্বক তাহার দেওয়া তথ্য মতে গাবতলী থানাধীন গোড়দহ দঃ পাড়া গ্রামস্থ মোঃ নাজির হোসেন এর বসতবাড়ীর সামনে ফাঁকা জায়গা হইতে ডাকাতীর মালামাল হাঁস বহন কাজে ব্যবহৃত পিকআপ ২৬/০৪/২০২৫ তারিখ ০৮.৪৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করা হয়। তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী মতিউর এর দেওয়া তথ্য মতে তদন্তে প্রাপ্ত অপর আসামী ৫. মোঃ ফরিদ (৪২), পিতা-মোঃ ময়েজ, সাং-খিয়ার ভুগোইল, থানা-কাহালু, জেলা-বগুড়াকে বগুড়া সদর থানাধীন চাদমুহা হরিপুর এলাকা হইতে ২৬/০৪/২০২৫ খ্রি. ১২.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। ধৃত আসামীগণসহ পলাতক আসামীগণ আন্তঃজেলা ডাকাত এবং চুরি চক্রের সক্রীয় সদস্য। তাহারা প্রায়ই বিভিন্ন এলাকায় ডাকাতী, চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাইয়া আসিতেছিল।প্রকাশ থাকে যে, ধৃত আসামী গনের পূর্বে ডাকাতি, চুরি,ছিনতাই, হত্যা মামলা সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।এবিষয়ে ডিবি পুলিশ প্রেসবিজ্ঞপ্তিতে জানায় অত্র ঘটনার সহিত জড়িত পলাতক অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com