1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় শিলাবৃষ্টিতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি জাতীয় আইনগত সহায়তা দিবস সিলেটের ১৭টি পাথর কোয়ারি সচলে দাবিতে সংবাদ সম্মেলন আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দিনের স্বাক্ষ্য গ্রহণ হলো শিল্পী সংঘের নির্বাচনে জয় পেয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করেন, কুলিয়ারচরের সালাম সুমন টাঙ্গাইলে ভাতিজার হাতে চাচা খুনের মামলায় ৩ জনকে জেলহাজতে প্রেরণ ৭ দিনের রিমান্ডের আবেদন ফরিদপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ২৯টি হিন্দু পরিবারের মানববন্ধন সুন্দরবনে ত্রাসের রাজত্বে ছেদ, অস্ত্রসহ ধরাশায়ী আনারুল বাহিনীর সহযোগী নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ অনুষ্ঠিত বুড়িমারী টু কমলাপুর ট্রেন চলাচলের জন্য মহাসড়ক ও রেলপথ অবরোধ

আদমদীঘিতে প্রতারণা করে বোনদের সম্পত্তি লিখে নিল ভাই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে বৃদ্ধ বাবা মাকে নির্যাতন করে বোনদের নামে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে ছেলে আনিকুল আলমের বিরুদ্ধে। এই ঘটনায় গত সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধের ছয় মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ৯০ বছর বয়সী বৃদ্ধ পিতা ইয়াকুব আলী তার একমাত্র পুত্র আনিকুল আলমকে ১৯৮১ সালে ১৬ একর ৫৭ শতক সম্পত্তি লিখে দেয়। এরপর ২০০৫ সালে বৃদ্ধ পিতা তার ছয় মেয়েকে ৩ একর ৯০ শতক সম্পত্তি লিখে দেয়। এতে ছেলে আনিকুল আলম ক্ষিপ্ত হয়ে বোনদেরকে বাবার বাড়িতে আসতে বাধা সহ নানা রকম হুমকি দেন। একপর্যায়ে গোপনে তার বৃদ্ধ পিতাকে দিয়ে সু-কৌশলে বোনদেরকে লিখে দেয়া ৩ একর ৯০ শতক সম্পত্তির মধ্য থেকে ৭৩ শতক সম্পত্তি পুনরায় আনিকুল আলম নিজ নামে দলিল করে নেয়। আনিকুল আলম বোনদের ৭৩ শতক সম্পত্তি লিখে নিলেও শেষ বয়সে বৃদ্ধ পিতার মাতার প্রতি আরোও ক্ষিপ্ত হয়ে নির্মম মাসনিক নির্যাতন শুরু করে। এদিকে বোনদেরকে বৃদ্ধ পিতা মাতাকে দেখতে আসলে তাদের দেখতে দেয়না। ইতিপূর্বেও ছেলের দ্বারা বিভিন্ন সময়ে বৃদ্ধ পিতা মাতা নির্যাতনের শিকার হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন ইয়াকুব আলী। পরিশেষে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ২১ এপ্রিল সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com