নীলফামারীর ডোমার উপজেলায়, ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডোমার উপজেলার সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। আজ ২৮ এপ্রিল সোমবার সকাল দশটা ৩০ মিনিট সময় বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজারে আলমের চায়ের দোকানে চা খাওয়ার সময় ওনাকে গ্রেফতার করা হয়। উনি ২০১৮ সালের বিএনপির গাড়িবহরে হামলা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডোমার উপজেলা শাখার অফিস ভাঙচুর এই দুই মামালার আসামী ছিলেন। প্রত্যক্ষদর্শী মো: নুরে আলম বকুল বলেন, উনি চায়ের দোকানে চা খাওয়ার সময় কয়েকজনের সাথে গল্প করতেছিলো। ওই সময় পুলিশ এসে ওনাকে গ্রেফতার করেন। ওনাকে হ্যান্ডকাপ পরাতে গেলে উনি কেঁদে ফেলে বলেন, আমি একজন জনপ্রতিনিধি ছিলাম এবং আমার অনেক সমর্থক রয়েছে। দয়া করে আমাকে হ্যান্ডকাপ পরিয়েননা আমি আপনাদের সাথে যাচ্ছি। পরে ওনাকে ডোমার থানা পুলিশের গাড়ীতে করে ডোমার থানায় নিয়ে আসা হয়। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উনি বটতলী বাজারে অবস্থান করতেছে। দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ওনাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং ওনাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তোফায়েল আহমেদের গ্রেফতারে আনন্দ প্রকাশ করেছে বিএনপি জামায়েতের অসংখ্য নেতা কর্মী। ডোমার উপজেলা বিএনপির কর্মী সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, তোফায়েল আহমেদের গ্রেপ্তারে আমরা অত্যন্ত আনন্দিত। আমি চাই উনার কঠিন শাস্তি হোক। উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী মো: মুজিবুল হক বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় উনি আমাদের প্রতি অনেক নির্যাতন করেছে।বিজ্ঞ আদালতে অনুরোধ করব ওনার কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে হয়।