ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার ফুটপাতকে হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এর আগে এই এলাকাটিকে অটোরিকশামুক্ত করার ঘোষণা দিয়েছিলেন তিনি। সোমবার (২৮ এপ্রিল) মিরপুরের সেনপাড়ায় স্থানীয় বাসিন্দাদের সমস্যা সমাধানে আয়োজিত এক গণশুনানি অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক এই ঘোষণা দেন। তিনি বলেন, “মিরপুর ১০ নম্বরের ফুটপাত থেকে হকারদের সরানো হবে। পাশাপাশি অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে। এছাড়াও, হোপ মার্কেটের সামনের ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।” তবে হকারদের জীবিকা নির্বাহের কথা বিবেচনা করে তাদের পুনর্বাসনের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রশাসক বলেন, “এই শহর সকলের, আমরা সবাই একসাথে বসবাস করব। তবে সেটি অবশ্যই অন্যকে কষ্ট দিয়ে নয়।” সিটি করপোরেশনের কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ করে মোহাম্মদ এজাজ বলেন, “ওয়ার্ডগুলো ভেঙে যাওয়ায় বর্তমানে কোনো কাউন্সিলর নেই। এর ফলে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। তাই আমরা সরকারকে ওয়ার্ডগুলোতে কমিটি দেওয়ার জন্য অনুরোধ করছি।” সিটি করপোরেশনের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে ডিএনসিসি প্রশাসক বলেন, “সিটি করপোরেশনের কাজ পরিচালনায় জনবলের সীমাবদ্ধতা রয়েছে। তবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে পাশে পাওয়ায় কাজ করতে সুবিধা হচ্ছে। সমস্যা সমাধানে দেশ-বিদেশের সকলের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।” ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে একটি বাধার সম্মুখীন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “সিটি করপোরেশনের একটি অ্যাপ রয়েছে, কিন্তু ফ্যাসিবাদীরা সেটির পাসওয়ার্ড দিচ্ছেন না। তবে এর প্রতিকারের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, নাগরিকরা সিটি করপোরেশনের ওয়েবসাইটে তাদের এলাকার সমস্যা জানাতে পারবেন এবং ডিজিটাল গভর্ন্যান্সের মাধ্যমে নগরবাসীর সমস্যা সমাধান করা হবে।