প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ঝুনকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদিনব্যাপী সাব-ক্লাস্টার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ঝুনকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট পাঁচটি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অন্যান্য অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো—পানজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৈথট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নুচিয়া মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইজরাত জাহান। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঝুনকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান তালুকদার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষকদের পাঠদানের আধুনিক কৌশল, শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বুঝে পাঠ পরিকল্পনা, সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা, মূল্যায়ন পদ্ধতির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফিউল ইসলাম বলেন, “শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণই শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে পারে। আজকের প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে প্রাথমিক স্তরের শিক্ষার ভিত্তি আরও মজবুত করা।” সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইজরাত জাহান তার বক্তব্যে বলেন, “শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন সম্ভব। নিয়মিত প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে একজন শিক্ষক তার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার আগ্রহ বহুগুণে বাড়াতে পারেন।” প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা তাদের মতামত প্রকাশ করেন এবং এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের দাবি জানান। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির আলোকে উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে প্রাথমিক শিক্ষকদের এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে, যাতে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা ও মূল্যবোধের উন্নয়ন ঘটানো সম্ভব হয়।