1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় শিলাবৃষ্টিতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি জাতীয় আইনগত সহায়তা দিবস সিলেটের ১৭টি পাথর কোয়ারি সচলে দাবিতে সংবাদ সম্মেলন আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দিনের স্বাক্ষ্য গ্রহণ হলো শিল্পী সংঘের নির্বাচনে জয় পেয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করেন, কুলিয়ারচরের সালাম সুমন টাঙ্গাইলে ভাতিজার হাতে চাচা খুনের মামলায় ৩ জনকে জেলহাজতে প্রেরণ ৭ দিনের রিমান্ডের আবেদন ফরিদপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ২৯টি হিন্দু পরিবারের মানববন্ধন সুন্দরবনে ত্রাসের রাজত্বে ছেদ, অস্ত্রসহ ধরাশায়ী আনারুল বাহিনীর সহযোগী নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ অনুষ্ঠিত বুড়িমারী টু কমলাপুর ট্রেন চলাচলের জন্য মহাসড়ক ও রেলপথ অবরোধ

রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সিএমপি কমিশনার, আইজিপি ব্যাজে সম্মানিত ১২ পুলিশ সদস্য

মোঃ ইফতেখার উদ্দিন সাকিব‌
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১২ জন কর্মকর্তা ও সদস্য এবছর পাচ্ছেন আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ। তাদের অনন্য ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে। একইসঙ্গে সিএমপি কমিশনার হাসিব আজিজ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন।

আসন্ন পুলিশ সপ্তাহ উপলক্ষে ৩০ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আইজিপি মো. বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দেবেন।

রোববার (২৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএমপি থেকে ব্যাজপ্রাপ্তরা হলেন:

  • কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম
  • পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান
  • চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন
  • পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ
  • কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. রুবেল আফ্রাদ
  • ডবলমুরিং থানার আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির এসআই আহলাদ ইবনে জামিল
  • এসআই মো. জিয়া উল হক
  • কনস্টেবল মো. জাকির হোসেন
  • কনস্টেবল রানা হামিদ
  • সিএমপি উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাংগীর
  • সিএমপি সোয়াট টিমের এএসআই দেওয়ান মো. হোসেন
  • কনস্টেবল মোহাম্মদ ইমরান।

দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি
২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে উল্লেখযোগ্য কর্মদক্ষতা এবং উদাহরণযোগ্য সেবা প্রদানের জন্য এই ব্যাজ প্রদান করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, ব্যাজপ্রাপ্তদের ৩০ এপ্রিল সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে। তাদের ওয়ার্কিং ইউনিফর্ম পরিধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ পরিদর্শক এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের সামার টিউনিকসহ আনুষঙ্গিক পোশাক নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। ইতোমধ্যে যেসব সদস্য অন্য ইউনিটে বদলি হয়েছেন, তাদের বর্তমান ইউনিটকে বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি গাড়ি ব্যবহারের অনুমতি
প্যারেডে অংশগ্রহণের জন্য পুলিশ সুপার এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের সরকারি গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com