চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১২ জন কর্মকর্তা ও সদস্য এবছর পাচ্ছেন আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ। তাদের অনন্য ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে। একইসঙ্গে সিএমপি কমিশনার হাসিব আজিজ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন।
আসন্ন পুলিশ সপ্তাহ উপলক্ষে ৩০ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আইজিপি মো. বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দেবেন।
রোববার (২৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিএমপি থেকে ব্যাজপ্রাপ্তরা হলেন:
দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি
২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে উল্লেখযোগ্য কর্মদক্ষতা এবং উদাহরণযোগ্য সেবা প্রদানের জন্য এই ব্যাজ প্রদান করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, ব্যাজপ্রাপ্তদের ৩০ এপ্রিল সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে। তাদের ওয়ার্কিং ইউনিফর্ম পরিধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ পরিদর্শক এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের সামার টিউনিকসহ আনুষঙ্গিক পোশাক নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। ইতোমধ্যে যেসব সদস্য অন্য ইউনিটে বদলি হয়েছেন, তাদের বর্তমান ইউনিটকে বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি গাড়ি ব্যবহারের অনুমতি
প্যারেডে অংশগ্রহণের জন্য পুলিশ সুপার এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের সরকারি গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।