1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় শিলাবৃষ্টিতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি জাতীয় আইনগত সহায়তা দিবস সিলেটের ১৭টি পাথর কোয়ারি সচলে দাবিতে সংবাদ সম্মেলন আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দিনের স্বাক্ষ্য গ্রহণ হলো শিল্পী সংঘের নির্বাচনে জয় পেয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করেন, কুলিয়ারচরের সালাম সুমন টাঙ্গাইলে ভাতিজার হাতে চাচা খুনের মামলায় ৩ জনকে জেলহাজতে প্রেরণ ৭ দিনের রিমান্ডের আবেদন ফরিদপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ২৯টি হিন্দু পরিবারের মানববন্ধন সুন্দরবনে ত্রাসের রাজত্বে ছেদ, অস্ত্রসহ ধরাশায়ী আনারুল বাহিনীর সহযোগী নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ অনুষ্ঠিত বুড়িমারী টু কমলাপুর ট্রেন চলাচলের জন্য মহাসড়ক ও রেলপথ অবরোধ

মাদক সেবনকারী যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এলাকাবাসী একাট্রা

মোঃ বুখারী মল্লিক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফলিয়া ও পানিপাড়া গ্রাম সহ আশপাশের গ্রামে দিনে দিনে ছড়িয়ে পড়ছে মাদক সেবন কারী ও মাদক ব্যবসায়ী যুব সমাজের সংখ্যা। এমন পরিস্থিতিতে মাদককে না বলতে ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে একাট্টা হওয়ার ঘোষণা দিয়েছেন সচেতন এলাকাবাসী রবিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ফলিয়া নতুন বাজারে অনুষ্ঠিত হয় গ্রামবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা। সেখানেই মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে একাট্টা হওয়ার ঘোষণা দেন সচেতন এলাকাবাসী। এমনকি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জকে চিঠি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এলাকাবাসী। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আক্তার খালাসীর সভাপতিত্বে ও আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আহমেদ সিকদারের পরিচালনায় বক্তব্য দেন, জিয়াউল হাসান নান্টু, ইমরুল হাসান, এম এম জামসেদ হোসেন নয়ন, মনিরুজ্জামান মনির ও মাওলানা আব্দুর রহমান, খবির মিয়া সহ এলাকাবাসী মত বিনিময়ে নিজের মন্তব্য জানান। স্থানীয়রা বলেন, এলাকায় দিনদিন মাদকে ছেঁয়ে গেছে এবং বাইরে থেকে চিনি না জানি না বিভিন্ন এলাকা থেকে যুবসমাজ মোটরসাইকেলে এসে বিশেষকরে বারাশিয়া নদীর বেড়িবাঁধসহ বিভিন্নস্থানে প্রকাশ্যে বসে তাস জুয়া খেলে ও মাদক সেবন করে মাদকের টাকার জোগার করার জন্য এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে তারা। তাদেরকে মাদক থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা সফল হয়নি। তাই আমরা এলাকার বিভিন্ন বয়সী সচেতন মানুষকে নিয়ে মাদক নির্মূল কমিটি ঘোষণা করেছি। কমিটির সদস্যরা প্রতিদিন ও রাতে এলাকায় মাদকের সম্ভাব্য স্থানে পাহাড়া দিবেন। মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে সভায় বক্তারা বলেন, আগামীতে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নিয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশকে আরও তৎপর হয়ে দায়িত্ব পালন ও সবাইকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com