আলোচিত মাগুরার তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলাটির দ্বিতীয় দিনের মতো বাদীসহ আরো ৩জনের সাক্ষ্য নিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। এ নিয়ে এখন পর্যন্ত ৬ জনের সাক্ষী নেওয়া হলো। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল ১১ টায় মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান মামলাটির সাক্ষ্য গ্রহণ করেন। পরবর্তি সাক্ষির জন্য আগামীকাল মঙ্গলবার ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) মনিরুল ইসলাম মুকুল জানান, আগামীকাল মঙ্গলবার মামলার চার্জশীটের ১০ জনের সাক্ষী গ্রহণ করা হবে। আলোচিত এই মামলাটির বাদীসহ মোট সাক্ষী ৩৭ জন। এ মামলায় আসামীদের আবেদনের ফলে লিগ্যাল এইড ‘র পক্ষ থেকে এ্যাডভোকেট সোহেল আহম্মদকে আসামী পক্ষে আইনজীবী নিয়োগ করেছেন। মামলাটির প্রধান আসামী শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ১৫ মার্চ শনিবার বিকালে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেয়। যেখানে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দেয়। পরবর্তিতে গত ১৩ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আলাউদ্দিন সরদার শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় অভিযুক্ত চার আসামী আছিয়ার বোনের শশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ ও সজিবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এছাড়া গত ২৩ এপ্রিল এ মামলার চার্জ গঠন করা হয়।