গাইবান্ধার পলাশবাড়ীতে আধুনিক পদ্ধতিতে সংকর জাতের দুগ্ধবতী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশা গাইবান্ধার (পলাশবাড়ী) জেলার উদ্যোগে ২৮ এপ্রিল সোমবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেনারী হাসপাতাল হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় গাভী পালনের অর্থনৈতিক গুরুত্ব, উন্নত জাতের গাভীর পরিচিতি,গাভীর বাসস্থান তৈরি, কৃত্রিম প্রজনন, গর্ভকালীন ও নবজাতক বাছুরের পরিচর্যা,দুগ্ধবতী গাভীর খাদ্য ব্যবস্থাপনা,ঘাস চাষ পদ্ধতি এবং বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের এসিস্টেন্ট ডাইরেক্টর কৃষিবিদ খোরশেদ আলম, জেলা কার্যালয়ের সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার মোখলেছুর রহমান,পলাশবাড়ী উপজেলা প্রাণীসম্পদ অফিসার হারুন অর রশিদ,ভিএস হেমায়েত রহমান, সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুন মাওয়া, সিনিয়র আঞ্চলিক ম্যানেজার তাছের উদ্দীন শেখ, সিনিয়র ব্রাঞ্চ ম্যাসেজার আব্দুল্যা আল মামুন প্রমুখ। পলাশবাড়ী,সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলার ৩০ জন দুগ্ধবর্তী খামারী কর্মশালায় অংশ গ্রহন করেন। এছাড়াও আগামীকাল ২০০ খামারীদের মাঝে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানাযায়।