বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
২৮এপ্রিল( সোমবার) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)শাহিনুজ্জামান সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগন সহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় উপজেলায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ স্থাপনা, যানজট, চুরি-ছিনতাই, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোরভাবে কাজ করছে। জনসচেতনতা এবং আইন প্রয়োগের মাধ্যমে সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে।”
সাবেক এমপি মাওলানা শাহাদাৎজামান বলেন, “সামাজিক শান্তি ও উন্নয়নের পূর্বশর্ত হলো ভালো আইন-শৃঙ্খলা। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা নিশ্চিত করতে পারি।”
অংশগ্রহণকারী অন্য অতিথিরা আইন-শৃঙ্খলা রক্ষায় গণসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।