নীলফামারী ডোমার উপজেলায় চাঞ্চল্যকর ধর্ম অবমাননার ঘটনায় আরো একজন আসামিকে গ্রেফতার করেছে ডোমার থানার মামলার তদন্ত অফিসার । গতকাল ধর্ম অবমাননা ঘটনায় মামলায় প্রধান আসামী বিজয় দাস একজনকে জড়িয়ে ১ ৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূল জবানবন্দী প্রদান করেন । বিজয় দাসের স্বীকারোক্তিতে তাঁর মোবাইল ফোনটি গোফরান আলী ওরফে দুলুর (৪০) কাছে, ১ই মে ধরণীগঞ্জ বাজারে সন্ধ্যা সময় একটি গেলামালের এর দোকানের পাশে ৩০০০/ টাকায় বিক্রি করেছেন বলে জানায় । গোফরান আলী সাং শেওটগাড়ি এলাকার জবের আলীর ছেলে। গোফরান আলীকে গতকাল রাতে ডোমার পৌরসভার কাঁচাবাজার এলাকা থেকে গ্রেফতার করেন ডোমার থানা পুলিশ। মামলা তদন্তকারী অফিসার মোহাম্মদ জাবেদ আলী পিপিএম বলেন, বিজ্ঞ আদালতে প্রধান আসামি বিজয় দাসে স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে, ঘটনার ১ দিন পূর্বেই মোবাইলটি বিক্রি করেছে গোফরান আলীর কাছে উক্ত মোবাইলটি উদ্ধার করে তাকেও সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতার করে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হই এবং মোবাইল ফোনটি ওনার হেফাজত থেকে উদ্ধার করা হয় । গোফরান আলী (৪০) বলেন,আমি এই বিষয়ে কিছুই জানিনা আমি শুধু ওনার কাছে ফোনটি কিনেছিলাম। ডোমার থানার ডিউটি অফিসার এসআই শৈইলেন চন্দ্র দেব বলেন,বিষয়টি সিআইডি তদন্ত করতেছে। তিনি আরো জানান, ধর্ম অবমাননার ঘটনায় কে পোস্টটি করেছে ? কোন স্থান থেকে পোষ্ট করা হয়েছে ? এই ঘটনা সব বিষয়েই আমরা তদন্ত করতেছি অতি শীঘ্রই অপরাধের সাথে জড়িত সকল দোষীকে আইনে আওতায় নিয়ে আসা হবে।