মতলব উত্তর থানা, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) সুমন চন্দ্র দাস, এএসআই (নিরস্ত্র) মোঃ সাজেদুর রহমান এএসআই(নিরস্ত্র) রবিউল হোসেন, কনস্টেবল/৭৬১ সোহেল রানাসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০৪/০৫/২০২৫ইং তারিখ রাত ২১.২৫ ঘটিকার সময় মতলব উত্তর থানাধীন বদরপুর পাগলপাড়া সাকিনস্থ মোফাজ্জলের মুদি দোকানের পিছনে আম বাগানের ভিতর হইতে ধৃত আসামী আব্দুস সালাম (৫৫), পিতা-শাহাজান মোল্লা, মাতা-মৃত রাশেদা বেগম, সাং-নয়াচর (মোল্লা বাড়ী), থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে আটক করতঃ তাহার ডান হাতে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগের ভিতর খাকি রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো নীল পলিথিনে রক্ষিত ০১ (এক) কেজি গাঁজা, মূল্য অনুমান ২০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানার ,এফআইআর নং-৬, তারিখ- ০৪ মে, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হইয়াছে।