গতকাল বিএন পি যুবদল কতৃিক আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ৯/১০ মে ২০২৫ চট্টগ্রামে অনুষ্ঠিত কর্মসংস্হন ও বহুমাত্রিক সেমিনার এবং তারন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্টার সমাবেশ সফল করার লক্ষে ইউনিট নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি জনাব রেজাউল করিম পল সিনিয়র সহ সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বহী কমিটি।উপস্হিত ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব বেলাল হোসেন ভিপি বেলাল,সঞ্চালনায় সদস্য সচিব জনাব নাইম উল্লাহ বরাত ফেনী জেলা যুবদল আর ও উপস্থিত ছিলেন উপজেলস যুবদল সদস্য সরওয়ার জাহান।উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব নাসির উদ্দিন খন্দকার ফেনী জেলা যুবদল আহবায়ক। উপস্হিত ছিলেন ফে নী জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ। জনাব নাসির উদ্দিন খন্দকার সকলকে বলেন আগামী ৯/১০ ই মে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য কর্মসংস্হান ও বহুমাত্রিক শিপ্লায়ন নিয়ে তারন্যের ভাবনা কে সফল করার জন্য সবাইকে আহবান জানান। এবং দলের সকল কর্মকান্ড আর ও গতিশীল করে তোলার জন্য সবাই কে এক সাথে কাজ করা জন্য বলেন।