টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভাতা বাছাই কার্যক্রম উন্মুক্ত পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। সোমবার (৫ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঘাটাইল পৌরসভা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ বাছাই কার্যক্রমে পৌর এলাকার ৯টি ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক আবেদনকারীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। তিনি বলেন,“আমরা বয়স্ক , বিধবা ও প্রতিবন্ধী ভাতার উন্মুক্ত বাছাই করছি, এর মূল কারণ হচ্ছে যে—স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা। ৫ই আগস্ট এর পরে সরকার সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলেছেন। এটাকে বাস্তবায়ন করার জন্যই আমরা এই উন্মুক্ত পদ্ধতিতে যাচাই-বাছাই করছি। বাছাই কার্যক্রমে ৯টি বুথের মাধ্যমে বিভিন্ন আবেদনকারীর তথ্য যাচাই করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. রাফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাঈম সরকার, সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ. ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান।