রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী উনিয়নের আমগ্রাম এলাকায় বিয়ের দাবীতে এক নারীর অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষে মকবুল হত্যা মামলার ৫ আসামীকে গত (১১ মে) রবিবার কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), শাহাবুর (৩০), রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২) গ্রেপ্তারকৃতরা সবাই উপজেলার তরিপতপুর গ্রামের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ডও উদ্ধার করা হয়। দুর্গাপুর থানা সুত্রে জানাগেছে, দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী উনিয়নের আমগ্রাম এলাকার মকবুল হত্যা মামলার ৫ আসামীকে গত (১১ মে) রবিবার কক্সবাজার থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। পরে আসামীদের দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করার পর (১২ মে) সোমবার বিকাল সাড়ে ৩ টায় আসামীদের দুর্গাপুর থানায় নিয়ে আসা হয়। এরপর (১৩ মে) মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিটে মামলার এজাহারভুক্ত ২নং ৩নং ৪নং ৫নং ও ৭নং গ্রেপ্তারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।