আজ ১৪ মে বাগেরহাটে দড়াটানা নদীর তীর ধরে সরকারি রাস্তার দু’পাশে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার দুই পাশে স্থাপিত হোটেল, দোকান, কাঁচা বাজার, ভবন, ছাপড়ি ঘর সহ শতাধিক স্থাপনা বুল ডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের দক্ষিনাঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পীযুষ চন্দ্র দে। বাগেরহাট -খুলনা মহাসড়কের বাসস্ট্যান্ড, কোর্ট এরিয়া ও দশানি শহীদ আলিফ চত্বরের আশেপাশের সকল অবৈধ স্থাপনা এ অভিযানের আওতায় ছিল। কোর্ট চত্বরের পাশে মহাসড়ক সংলগ্ন একটি হোটেল উচ্ছেদ করতে গেলে জনগণের বাঁধার মুখে পড়ে উচ্ছেদকারীরা ফলে, অভিযান সাময়িক বন্ধ থাকতে দেখা যায়। মহিলা দোকানি তার কোলের বাচ্চাকে নিয়ে বুল ডোজারের সামনে বসে পড়ে ম্যাজিস্ট্রেটের নিকট সময় চায়। উল্লেখ্য, পিরোজপুর বলেশ্বর নদীর তীর থেকে শুরু করে ফকিরহাটের নওয়াপাড়া মোড় পর্যন্ত ৫৩ কিলোমিটার রাস্তা এ উচ্ছেদ অভিযানের আওতায় এসেছে; চলবে আরো কিছুদিন। সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে স্থাপনার মালিকদেরকে পুর্বেই নোটশ দেওয়া হয় ও পুরো এলাকায় মাইকিং করা হয়।