1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম হত্যা ও ইসকনের নিষিদ্ধের দাবিতে মধুপুর আলোর ছাত্রী সমাবেশ করেন তিনি ছাত্র জনতা টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোরে অসংক্রামক রোগ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লাখাইয়ে প্রাইমারি বিদ্যালয়ের প্রশ্ন তৈরিতে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে : চরমোনাই পীর সমতার পৃথিবী আমাদের প্রতিশ্রুতি’’ প্রতিপাদ্যে দূর্গাপুরের তেবিলা উচ্চ বিদ্যালয় ১৬ দিন ব্যাপি বিভিন্ন আয়োজন রাজারহাটে মসজিদে হামলার হুমকির অভিযোগে গ্রেপ্তার ১ কুমিল্লায় কোটি টাকার ইয়াবা জব্দ শিক্ষায় অবদান রাখায় পেল জাতীয় পুরষ্কার, শিক্ষক-শিক্ষার্থীরা দিল গণ-সংবর্ধনা মুন্সীগঞ্জে চিংড়িতে জেলি, শিং মাছে কাপড়ের রঙ

রামুর উত্তর মিঠাছড়িতে ১.৫ কেজি গাঁজা উদ্ধার

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে
রামু থানাধীন উত্তর মিঠাছড়ি চা বাগান এলাকা থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। মাদক কারবারীরা প্রশাসনের চোখ ফাঁকি দিতে এ্যাডভান্স টিম গঠন’সহ ছদ্মবেশ ও নানাবিধ অভিনব পন্থায় মাদক পরিবহন করে দেশব্যাপী মাদকদ্রব্য ছড়িয়ে দিচ্ছে। ফলে যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুব সমাজকে রক্ষা ও দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধে ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই  স্লোগানে উজ্জ্বীবিত হয়ে র‌্যাব-১৫, কক্সবাজার কর্তৃক প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি চা-বাগান এলাকার সৌদি প্রবাসী সুরত আলমের মালিকানাধীন দোচালা টিনের ভাড়া বসতঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি ২০২৪ তারিখ অনুমান ২১.০০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বর্ণিত এলাকায় অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে রুবি আক্তার নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর দেহ ও ঘর তল্লাশী করে সর্বমোট ১.৫ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৬,৫৩০/- (ছয় হাজার পাঁচশত ত্রিশ) টাকা এবং ০২টি সিম সংযুক্ত ০১টি স্মার্ট ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় রুবি আক্তার (৩০), পিতা-কাদের হোসেন, মাতা-ছেনু আরা বেগম, সাং-দক্ষিণ রুমালিয়ার ছড়া, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, এ/পি-সাং-উত্তর মিঠাছড়ি চা-বাগান, (সৌদি প্রবাসী সুরত আলম এর ভাড়া বাসা), ০২নং ওয়ার্ড, জোয়ারিয়ানালা ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত। সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অভিনব পন্থায় সংগ্রহ করে অধিক মুনাফার উদ্দেশ্যে কক্সবাজারসহ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com