1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে নাশকতার মামলায় যুবলীগ নেতা বাদশা গ্রেফতার আগামী সংসদ নির্বাচনে প্রতিটি সংসদীয় আসনে দেশবাসী ইসলামপন্থীদের একজন প্রার্থী, একটি বাক্স দেখতে চায় -আলহাজ্ মাসুদ সাঈদী চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরশুরামে মিশন হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ নারীকে সেলাই মেশিন উপহার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন ঢাকা মেডিকেল হাসপাতালে সিলেটের কালিগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডোমারে অবৈধভাবে স্কুলের গাছ কাটার অভিযোগ উঠেছে স্কুল সভাপতি এর বিরুদ্ধে বাগাতিপাড়ায় ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক‍ টংকাবতী খালের করাল গ্রাসে উত্তর আমিরাবাদ গ্রামবাসী পৌর বিএনপির সরিষাবাড়ীতে দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি শাহিন, সম্পাদক পিন্টু মিঠাপুকুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি গোলাম রব্বানী,সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন

গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের দায়িত্ব নিলো জেলা বিএনপি

ফয়সল আহমেদ খান
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ২০২২ সালের ১৯ নভেম্বর ছাত্রদল নেতা নয়ন মিয়ার মৃত্যু হয়।  তিনি বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে এবং সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।ব্রাহ্মণবাড়িয়ার নবনির্বাচিত জেলা বিএনপির সভাপতি ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নের্তৃত্বে শনিবার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নিহত নয়নের পরিবারের সাথে দেখা করতে আসেন।

উপজেলার শান্তিপুর গ্রামে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আজ থেকে শহীদ নয়নের পরিবারের পুরো দায়িত্ব জেলা বিএনপি নিলো। নয়নের একমাত্র ছেলেকে মানুষ হিসেবে গড়ার দায়িত্ব আমরা নিলাম।

সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, নয়ন হত্যার সাথে সম্পৃক্ত সব আসামীদের বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই নয়নের আত্বা শান্তি পাবে।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, নয়নের হত্যাকারীরা পার পাবে না। তার পরিবারকে আমি ও আমার দল অতীতে যেমন করে বিভিন্নভাবে সহায়তা করেছি,ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ-সময় জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ নয়নের স্ত্রীর হাতে নগদ অর্থ সহায়তা করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি মমিনুল হক, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এমএ খালেক পিএসসি, উপদেষ্টা  অবসরপ্রাপ্ত মেজর সাইদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য ছালে মুছা, সদস্য  গোলাম মোস্তফা, ইন্জিনিয়ার দবির উদ্দিন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহবায়ক হারুন আকাশ, যুবদলের সদস্য সচীব জিসান সরকার ।

উল্লেখ্য, ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রায় আড়াই বছর কেটে গেলোও শতাধিক আসামীদের মধ্যে ৪ জন গ্রেফতার হলেও ৩ জন জামিনে চলে আসেন। কেবলমাত্র সাবেক এমপি ক্যাপ্টেন তাজুল  ইসলাম কারাগারে রয়েছেন। মামলাটি বর্তমানে ডিবি’র হাতে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com