1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২১ মে ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

পাইকগাছায় সাবেক কাউন্সিলর কবিতার সংবাদ সম্মেলন শ্রমিকলীগ ও বিএনপি-র যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

পাইকগাছায় হামলা-মারপিট ও চাঁদাদাবির অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন সাবেক পৌর কাউন্সিলর কবিতা রানী দাশ। সোমবার ১২ টায় পাইকগাছা প্রেসক্লাবে পৌর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়লের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবিতা দাশ জানান, আমি একাধিক বার পৌরসভার ৪, ৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। কাউন্সিল থাকা কালে আমাকে পৌরসভাস্থ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পরিচালক সাবেক কাউন্সিলর আলাউদ্দীন গাজী আমাকে সমিতির আদায়কারী হিসেবে নিয়োগ দেয়ন। দায়িত্ব পেয়ে আমি আদায়কৃত অর্থ সমিতিতে প্রতিনিয়ত জমা দিয়ে রশীদ সংগ্রহ করে রাখি। কিন্তু   পরবর্তীতে সমিতির অর্থ তছরুপ নিয়ে টানাপড়েনে গ্রাহকরা পরিচালনা পর্ষদের সাথে আমাকেও দায়ি করতে থাকে। এক পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ স্থানীয় প্রশাসন পর্যন্ত গড়ালে এ বিষয়ে একটি  কমিটি করা হয়। সাবেক সরকার আমলে শ্রমিকলীগের আহবায়ক জাকির হোসেন ও সমিতির অনেকেই আমার উপর চাপ সৃষ্টি করে ১০ লক্ষ টাকা দাবি করে গ্রাহকদের সমন্বয় করার দায়িত্ব নিয়ে পরিচালনা পর্ষদের কাছ থেকে একাধিক চেক নেন। কবিতা আরোও  উল্লেখ করেন গত ৫ আগস্টের পর জাকির হোসেন ও পৌর বিএনপি-র সাবেক সদস্য সচিব ও বর্তমান যুগ্ম আহবায়ক মোস্তফা মোড়ল এক হয়ে আমার বড়ীতে এসে দাবিকৃত টাকার জন্য চাপ সৃষ্টি করে। কবিতা রানী অভিযোগ করেন উক্ত টাকা দিতে অস্বীকার করলে জাকির ও মোস্তফা গ্রাহকদের ইন্ধন দিয়ে ক্ষেপিয়ে তোলেন। এক পর্যায়ে তারা গত ১৬ মে বিকেলে ৫০/৬০ জন লোক নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে আমাকে মারপিট করে আহত করে। এ সময় তারা টাকা, স্বর্ন ও মুল্যবান জিনিসপত্র  নিয়ে যায়। পরবর্তীতে প্রশাসন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কবিতা ও  তার পরিবারের সদস্যরা এ মুহুর্তে নিরাপত্তাহীনতায় ভূগছেন এমন দাবি করে সাংবাদিক ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com