1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি ১৪ দফা দাবিতে লক্ষ্মীপুরে সাংবাদিকদের কলমবিরতি সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪দফা দাবিতে গৌরীপুরে সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি পালিত বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক মওদুদের এলাকায় বিএনপির সাংগঠনিক দেখভালোর দায়িত্বে জেলা বিএনপি ফরিদপুরে আম পাড়ার সময় গাছের ডাল ভেঙে গ্রীল মিস্ত্রির মৃত্যু টঙ্গীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করে হত্যা বামনায় ইয়াবাসহ আটক -২ ক্যাম্পাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাত আহত রাবি শিক্ষার্থী; ছাত্রদল-শিবিরের নিন্দা ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: আহত ৭ জন

ইবিতে শুরু হলো ছাত্রশিবিরের তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসব

ইবি প্রতিনিধি সাব্বির আহমেদ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনর তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব -২০২৫’ শুরু হয়েছে। সোমবার (১৯ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ১০১ নম্বর কক্ষে ‘প্রোগ্রামিং কনটেস্ট’ এর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শাখা সভাপতি শোয়াইব আহম্মেদসহ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বিজ্ঞান উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বসছে নানা আয়োজনের মেলা। এর মধ্যে থাকবে বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী এবং রুবিকস কিউব চ্যালেঞ্জ। এসব আয়োজনের জন্য তৈরি করা হয়েছে ৫৫টি স্টল। প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের জন্য থাকছে লক্ষাধিক টাকার পুরস্কার ও অংশগ্রহণকারীদের জন্য থাকছে সার্টিফিকেট। গত ১৬ মে ছিল রেজিস্ট্রেশনের শেষ সময়। কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘ছাত্রশিবির কেবল রাজনৈতিক সংগঠন নয়। আমাদের উদ্দেশ্য রাজনীতি নয়। বরং দেশ, জাতি ও মূল্যবোধ নিয়ে কাজ করা। আদর্শ মানুষ গঠনের লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবেই এই বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষার্থী আছে, যাদের প্রতিভা প্রকাশের সুযোগ মেলে না। আমরা তাদের মঞ্চ করে দিতে চাই। যেন তারা নিজেদের প্রকাশ করতে পারে, এবং দেশবাসী ও সরকার তাদের চিনতে পারে। আমরা চাই এখান থেকেই বের হয়ে আসুক ভবিষ্যতের সেরা বিজ্ঞানীরা।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com