লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে অনিয়মসহসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম ছদ্মবেশে উক্ত হাসপাতালে উপস্থিত হয়ে ওষুধ কাউন্টারের তিনজন রোগীর প্রেসক্রিপশন পরীক্ষা করে দেখে যে, প্রেসক্রিপশনে নির্ধারিত ওষুধ দেওয়া হলেও সেখানে দায়িত্বরত চিকিৎসকের স্বাক্ষর ছিলো না। তাৎক্ষণিকভাবে বিষয়টি আবাসিক মেডিকেল অফিসারের নজরে আনা হলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ওয়ার্ড ও ওয়াশরুম পরিদর্শনে পরিষ্কার-পরিচ্ছন্নতায় গুরুতর ঘাটতি দেখা যায়। রোগীদের সরবরাহকৃত রান্না করা মাছের ওজন নির্ধারিত ৯০ গ্রামের স্থলে ৪০-৫০ গ্রাম পাওয়া যায়, যা তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের নজরে এনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। হাসপাতালের ওষুধ মজুদের তালিকা জনসমক্ষে প্রদর্শনের বাধ্যবাধকতা থাকলেও তা পরিত্যক্ত অবস্থায় ভেতরে পাওয়া যায়, যা এনফোর্সমেন্ট টিম তাৎক্ষণিকভাবে দৃশ্যমান স্থানে টানানোর ব্যবস্থা নেয়। অভিযানে প্রাপ্ত তথ্যাবলির ভিত্তিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।