বগুড়া সদর থানার ওসির বদলিতে এলাকার সাধারন জনগনের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। কোথাও দেখা গেছে মিষ্টি বিতরণ করে সেই আনন্দ উদযাপন করতে। ঘটনাটি কী? ঘটনার সুত্রপাত হয়েছিল সাংবাদিক ওয়াহেদ ফকির একটি বাউল পালা গানের কলি ফেসবুকে পোস্ট করায় তাকে গ্রেপ্তার এর মধ্যে দিয়ে। সদর থানা বরাত দিয়ে জানা যায় (২ মে) রাতে ওয়াহেদ ফকির তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সনাতন ধর্মের বিভিন্ন দেবতা নিয়ে একটি লেখা পোষ্ট করেন। লেখাটি কুরুচিপূর্ণ ভাষার অভিযোগ উঠে। এঘটনায় মামলায় দায়ের করা হয়। এই মামলায় ৩ মে তাকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়া শহরের কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন হতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন কর্মসূচি থেকে বগুড়া সদর থানার ওসির প্রত্যাহার দাবী করে আসছিলো। তারই জের ধরে বগুড়া সদর থানার ওসিকে বদলি করা হয়। কিন্তু জেলা পুলিশ সুপার জেদান আল মূসা বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে। সোমবার (১৯ মে) রাতে জেলা পুলিশ সুপার জেদান আল মূসা স্বাক্ষরিত এক অফিস আদেশে রদবদলের বিষয়টি জানা গেছে।