ফেনী জেলা দাগনভুঁইয়া উপজেলার মোমারসপুর গ্রামের এক গৃহবধূ স্বর্ণঅলন্কার,নগদ অর্থ নিয়ে প্রমিকের সাথে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ১৯ মে সোমবার সকালে ফারজানা আক্তার মিলি নামের ঐ গৃহবধূ স্বাভাবিক ভাবে বাজারে যাওয়ার কথা বলে বাডি থেকে বের হন।এরপর আর ফিরে আসেননি।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,মিলি ঘর থেকে প্রায় ৩ লাখ টাকার মতো নগদ অর্থ ও স্বর্ণলংকার নিয়ে বের হন।ধারণা করা হচ্ছে তার পূর্বের সাবেক প্রেমিককের সাথে পালিয়ে গেছেন।জানা গেছে ২০২৪ সালে পারিবারিক সিদ্ধান্তে দাগনভুঁইয়া উপজেলা উত্তর জয়লস্কর ডাকবাডিয়া মোহাম্মদ আবদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে মিলির বিবাহন সম্পন্ন হয়।দুই পরিবারে সম্মতিতে এ এলকার গন্য মান্য ব্যক্তিদের উপস্থিতে এ বিয়ে হয়েছিল। এ ঘটনায় মিলির স্বামী ও পরিবারের অত্যন্ত মর্মাহত৷ এবং আইনগত পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।এ বিষয়ে দাগনভুঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনিয় ব্যবস্হা নেওয়া হবে।