আজ কুড়িগ্রামের টেক্সটাইল মোর রেলগেট সংলগ্ন এলাকায় টানা বৃষ্টির কারণে রেললাইনের ভেতর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা গেছে। এ অবস্থায় একটি ছোট শিশুকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দৃশ্যটি হৃদয়বিদারক এবং ঝুঁকিপূর্ণ—যেখানে শিশুর জীবন হুমকির মুখে পড়তে পারত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রেলপথের পানি নিষ্কাশন ব্যবস্থা নাজুক। বৃষ্টির পানি জমে রেললাইন দিয়ে প্রবাহিত হয়, ফলে ট্রেন চলাচলের সময় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় পথচারী এবং আশপাশের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই বলেন, শিশুদের এমনভাবে রেললাইনে হাঁটাচলা করার প্রবণতা বাড়ছে, যা বড় বিপদের কারণ হতে পারে। জনগণের দাবি: দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা শিশু ও পথচারীদের নিরাপত্তার জন্য সচেতনতামূলক উদ্যোগ নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করে পদক্ষেপ গ্রহণ একজন অভিভাবকের কণ্ঠে আক্ষেপ: “এই ছোট্ট বাচ্চাটার যদি কিছু হয়ে যেত, তখন কি কারও ঘুম ভাঙত?” স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের কাছে জোর দাবি—এমন অবহেলা বন্ধ করে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা হোক। ছবিতে: রেললাইনের ওপর দাঁড়িয়ে একটি শিশু; পিছনে জমে থাকা পানির দৃশ্য—যা কেবল একটি এলাকার নয়, গোটা ব্যবস্থাপনার দুর্বলতার প্রতিচ্ছবি।