দেশজুড়ে আলোড়ন তোলা জুলাই ২০২৪-এর ঘটনাবলীর ১০ মাস পেরিয়ে গেলেও সেই সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের জন্য রাষ্ট্রীয় সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট পরিবারগুলোর অভিযোগ, ঘটনার পর অনেক প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তব সহায়তা মেলেনি, বরং নিরাপত্তাহীনতা ও সামাজিক বয়কটের ভয়ে তারা নীরবে দিন কাটাচ্ছেন। ২০২৪ সালের জুলাই মাসে রাজধানী ঢাকা সহ পুরো দেশে সৈরাচারী আওয়ামীলীগ কে দমনের লক্ষে যে আন্দোলন হয়েছিল তাতে অনেক মানুষ আহত ও নিহত হয়। নিহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক, যাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ।সরকার তাদের পুনর্বাসনের আশ্বাস দেন। আশ্বাসের পরও কার্যকর পদক্ষেপ নেই ঘটনার পর সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হলো, বেশিরভাগ পরিবার এখনও পর্যন্ত কোনো আর্থিক সহায়তা পাননি। বরং অনেক পরিবার হুমকি-ধামকির মুখে নিজ এলাকাও ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।প্রশাসনের বক্তব্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা জানান, ঘটনাগুলোর তদন্ত চলমান আছে এবং কোনো পক্ষকে ছাড় না দিয়েই সঠিক বিচার নিশ্চিত করা হবে। তবে কেন এত বিলম্ব হচ্ছে, সে বিষয়ে তারা স্পষ্ট করে কিছু বলতে পারেননি।