ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে ৭ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—পটুয়াখালীর মো. সজিব (২৫), আমতলী বরগুনার সুইটি বেগম (২১), ভোলার মিরাজ কাজী (৩২), এবং গোপালগঞ্জের খাদিজা আক্তার (২৩)। এছাড়াও বাসের হেলপারসহ আরও দুইজন নারী-পুরুষ আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী ‘ইকরা পরিবহন’ নামের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ। তারা উদ্ধার কাজ চালিয়ে আহতদের চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে একজনকে বাসের ভিতরে আটকে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।
তিনি আরো জানান, এ ঘটনায় ৭ জন আহত হয়েছে তবে কেউ মারা যায়নি।