1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম হত্যা ও ইসকনের নিষিদ্ধের দাবিতে মধুপুর আলোর ছাত্রী সমাবেশ করেন তিনি ছাত্র জনতা টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোরে অসংক্রামক রোগ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লাখাইয়ে প্রাইমারি বিদ্যালয়ের প্রশ্ন তৈরিতে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে : চরমোনাই পীর সমতার পৃথিবী আমাদের প্রতিশ্রুতি’’ প্রতিপাদ্যে দূর্গাপুরের তেবিলা উচ্চ বিদ্যালয় ১৬ দিন ব্যাপি বিভিন্ন আয়োজন রাজারহাটে মসজিদে হামলার হুমকির অভিযোগে গ্রেপ্তার ১ কুমিল্লায় কোটি টাকার ইয়াবা জব্দ শিক্ষায় অবদান রাখায় পেল জাতীয় পুরষ্কার, শিক্ষক-শিক্ষার্থীরা দিল গণ-সংবর্ধনা মুন্সীগঞ্জে চিংড়িতে জেলি, শিং মাছে কাপড়ের রঙ

অধ্যাপককে মারধর ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজার উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এসময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, ন্যক্কারজনক এ হামলার মধ্য দিয়ে ব্যক্তি অধ্যাপক আলী রেজার গলা টিপে ধরেনি বরং পুরো বিশ্ববিদ্যালয় তথা দেশের গলা টিপে ধরেছে। এমন অপ্রত্যাশিত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি৷
এসময় মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বলেন, অধ্যাপক আলী রেজা দীর্ঘদিন ধরে শিক্ষক সমিতির সাথে যুক্ত আছেন। তার উপর এরকম অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং  হামলাকারীদের যতদ্রুত সম্ভব সনাক্ত করে বিচারের দাবি জানাচ্ছি। এ ঘটনার বিচার না হলে দেশে বিচারহীনতা দেখা দেবে। তাই খুব দ্রুত আক্রমণকারীদের ধরে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আমি কোনো দলকে সন্দেহ করছি না। যারা এ ধরনের কাজ করে তাদের পরিচয় একটাই। সেটা হলো তারা আক্রমণকারী।
হামলাকারীদের কঠিন শাস্তির দাবি করে আইন বিভাগের ডিন ও সিন্ডিকেট সদস্য আ. ন. ম. ওয়াহিদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস যেখানে প্রথম শিক্ষার জন্য শিক্ষক প্রাণ দিয়েছে। সেই জায়গা থেকে অধ্যাপক আলী রেজার উপর এই আক্রমণ আমাদের সামাজিক নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের একটি বহিঃপ্রকাশ। আমি এই সন্ত্রাসী বাহিনীর নাম দিয়েছি, ‘মোটরসাইকেল বাহিনী’।  রাজশাহীর সব জায়গায় তাদের দৌরাত্ম্য দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা সাধারণ শিক্ষকরা অসহায় হয়ে পড়েছি। এই সকল ঘটনা আমাদের শিক্ষকদের ইমেজকে দারুণভাবে ক্ষতি করছে। এই দুষ্কৃতকারীদের শাস্তির আওতায় আনতে হবে তবেই তাদের প্রতিহত করা সম্ভব।
এসময় শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com