বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স-এর মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক অবশেষে বাংলাদেশে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমাদ তাইয়েব মঙ্গলবার একটি ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “সোমবার বিকেলে স্টারলিংক কর্তৃপক্ষ আমাকে ফোন করে বিষয়টি জানায় এবং আজ (মঙ্গলবার) সকালে তাদের অফিসিয়াল X হ্যান্ডেল থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।”
স্টারলিংকের প্যাকেজ ও খরচ:
প্রাথমিকভাবে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে স্টারলিংক:
Starlink Residence – মাসিক খরচ: ৬,০০০ টাকা
Residence Lite – মাসিক খরচ: ৪,২০০ টাকা
উভয় প্যাকেজে এককালীন সরঞ্জাম ও স্থাপন খরচ হিসাবে ৪৭,০০০ টাকা প্রদান করতে হবে।
গতির সীমা নেই:
এই ইন্টারনেট সেবায় কোনো স্পিড বা ডেটা সীমাবদ্ধতা নেই। গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ Mbps গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ফাইজ আহমাদ আরও জানান, মঙ্গলবার থেকেই বাংলাদেশের গ্রাহকরা অর্ডার করতে পারবেন।
তিনি বলেন, “স্যারের (প্রধান উপদেষ্টা) ৯০ দিনের মধ্যে চালু করার যে প্রত্যাশা ছিল, সেটি এই মাধ্যমে পূরণ হয়েছে।”
প্রিমিয়াম গ্রাহকদের জন্য টেকসই সমাধান:
যদিও এটি তুলনামূলক ব্যয়বহুল, তবে এটি দেশের প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি উচ্চমানের ও নিরবিচার ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। এছাড়া যেসব এলাকায় এখনো ফাইবার বা উচ্চগতির ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে।এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরজুড়ে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
সরকারের অনুমোদন:
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার স্টারলিংককে বাংলাদেশে সেবা দেওয়ার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। স্টারলিংক একটি নন-জিওস্টেশনারি অরবিট (NGSO) স্যাটেলাইট সিস্টেম যা সারা বিশ্বে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহের লক্ষ্যে কাজ করছে।