1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপ, দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা জারি বর্তমান সময় শিশুর জ্বর চিকুনগুনিয়া নাকি ডেঙ্গু কীভাবে বুঝবেন আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ ডিমলায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁয় পৃথক নির্বাচন ব্যবস্থার ও সারাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মানববন্ধন সোনাগাজী সরকারী ডিগ্রী কলেজে বৃক্ষরোপন কর্মসুচি পালন লালপুরে মাদকে সয়লাব চলছে রমরমা ব্যবসা জামালপুর মাদারগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা সাঁতারে ঢাবির তারকা রামপালের সন্তান শেখ জামিল, পাঁচ ইভেন্টেই প্রথম কী এই পিআর নির্বাচন পদ্ধতি

দুর্নীতির বিরুদ্ধে লেখায় অপপ্রচারের শিকার সাংবাদিক “আবু সুফিয়ান”

মোঃ আবু সুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে
আমি, মোঃ আবু সুফিয়ান তালুকদার, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে *দৈনিক স্বাধীন দেশ* ও *দেশ বুলেটিন অনলাইন* পত্রিকায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছি। সমাজের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করাকে আমি শুধু পেশাগত দায়িত্ব নয়, বরং নৈতিক কর্তব্য হিসেবেই পালন করে চলেছি।
এই দায়বদ্ধতা থেকেই আমি সিরাজগঞ্জ শহরের দরগা রোড এলাকায় পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত স্টেনোটাইপিস্ট খাদেমুল ইসলাম এবং হিসাবরক্ষক হেদায়েত উল্লাহ গংয়ের বিরুদ্ধে পৌর বিধি লঙ্ঘন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধারাবাহিক অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে আসছি।
উল্লেখযোগ্য যে, “এলিট টাওয়ার”নামক ভবনটি  ৬ তলার অনুমোদন নিয়ে অবৈধভাবে ৮ তলা নির্মাণ করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে  ৯ জুলাই ২০২৪ তারিখে পৌর মেয়র ভবনটি অপসারণের নির্দেশ দেন। বিষয়টি পূর্বে ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে *দৈনিক যুগের কথা* পত্রিকায় এবং ২১ মার্চ ২০২২ তারিখে *দৈনিক যুগের কথা*, *আজকের সিরাজগঞ্জ*, *কলম সৈনিক, জনবানী* পত্রিকা ও ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে দৈনিক স্বাধীন দেশ পত্রিকায় প্রকাশিত  হয়েছে।
পরবর্তীতে ৮ এপ্রিল ২০২৫ তারিখে আমি সিরাজগঞ্জ পৌর প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দাখিল করি এবং ৭ মে ২০২৫ তারিখে সিরাজগঞ্জ প্রেসক্লাবে অভিযোগপত্র জমা প্রদান করি।
দুঃখজনক হলেও সত্য, আমার প্রকাশিত প্রতিবেদনগুলোর মাধ্যমে দুর্নীতির বিষয়টি জনসম্মুখে উন্মোচিত হওয়ার পর, অভিযুক্ত ব্যক্তিবর্গ ১৯ মে ২০২৫ তারিখে দৈনিক যুগের কথা পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট ‘চাঁদাবাজি’র অভিযোগ ছড়িয়ে একটি সুপরিকল্পিত অপপ্রচার শুরু করেছেন। এটি নিছক একটি প্রতিহিংসাপরায়ণ অপচেষ্টা, যার উদ্দেশ্য আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করা এবং জনস্বার্থে প্রকাশিত সত্যকে আড়াল করা।
আমি এই কুৎসিত, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ঘোর নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনুরোধ করছি, তারা যেন ভবিষ্যতে সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে যথাযথ তথ্য যাচাই ব্যতীত কোনো সংবাদ প্রকাশ না করেন।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—মিথ্যার মুখোশ একদিন খুলে যাবে, এবং সত্যের জয় অনিবার্যভাবে প্রতিষ্ঠিত হবে। দুর্নীতিবাজদের মুখোশ যেমন জনসম্মুখে উন্মোচিত হবে, তেমনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক সমাজ গঠনের স্বপ্নে আমরা এগিয়ে যাবো—এই আশায় আমি অবিচল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com