ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আজ সকাল ৮টার কিছু পর আনন্দ মোহন কলেজের একটি শিক্ষার্থী বহনকারী বাস সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে ফুলপুর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায়, যখন একটি দ্রুতগামী ট্রাক কলেজবাসের সঙ্গে ধাক্কা খায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি যানবাহনই স্বাভাবিক গতিতে চললেও হঠাৎ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বাসের পাশে এসে ধাক্কা খায়। সৌভাগ্যবশত, এ দুর্ঘটনায় কেউ মারাত্মকভাবে আহত হননি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত পরিস্থিতি সামাল দেন। বাসটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। ফুলপুর থানা পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু করে। কলেজ কর্তৃপক্ষ এ ঘটনায় সকলকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে আরও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।