মৌলভীবাজারে একদিনের ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৫) সকাল ১০টায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। জেলা সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট এ কোর্সের আয়োজন করে। মোহাম্মদ কাউসার মিয়ার সঞ্চালনায় এ ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার মো. শফিকুল ইসলাম, জেলা সমবায় উপসহকারী নিবন্ধক জিতেন্দ্র সরকার ও জেলা সমবায় পরিদর্শক মিনার আলী। এ সময় অন্যান্যদের মধ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী বড়ছড়া বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির সম্পাদক শেখ সবুজ আলম, সমবায়ী হোসাইন আহমেদ ও গণমাধ্যম কর্মী দেওয়ান মাসুকুর রহমান সমবায় সমিতির বিভিন্ন সফলতার কথা বর্ণনা করে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে সমবায় কি এবং এর গুরুত্ব, সমবায় সমিতির সদস্য হওয়ার যোগ্যতা ও সদস্যদের দায়িত্ব ও কার্যাবলী, ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিলুপ্তি, অপসারন ও বহিস্কার; সমবায় সমিতির সভা সমূহ বার্ষিক/বিশেষ সাধারণ সভা, ব্যবস্থাপনা কমিটির সভা, মূলতবী ও তলবী সভা); সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠান, সমবায় সমিতির আমানত ও ঋণ ব্যবস্থাপনা, সমবায় সমিতির বিনিয়োগ ব্যবস্থাপনা, সমবায় সমিতির আর্থিক রেজিষ্টার পরিচিতি, হিসার সংরক্ষন ও রিসার বিবরনী প্রস্তুত করণ, নিরীক্ষা ফি ও এর প্রয়োজনীয়তা, নিরীক্ষা সম্পাদনে ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়া প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়ে উন্মুক্ত আলোচনায় সমবায়ীরা অংশগ্রহণ করেন।