ফেনী সদর উপজেলা ৯নং লেমুয়া ইউনিয়নের যুবলীগ নেতা শন্কর শীল কাছে অবৈধ অস্ত্র এখন ও ফেনী পুলিশ উদ্ধার করতে পারে নাই।শন্কর শীল লেমুয়া ইউনিয়ন মিডনাইট চেয়ারম্যান মোশাররফ হোসেন নাসিম ( ওরফে কানা নাসিম) এর ১ নং উপদেষ্টা ছিলেন। লেমুয়া ইউনিয়নে বিরোধী দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মিদের উপর ১৭ বছর যে মামলা,মামলা হয়েছে সব কিছু শন্করের পরামর্শক্রমেে করা হয়েছে। লেমুয়া ইউনিয়নে বি এন পি, জামাত পন্থী লোকদের বাডি ঘরে হামলা করার উদ্দেশ্য ছিল শন্কর শীল তার শার্থহাসিল করা।লেমুয়া ইউনিয়নের সবেক চেয়ারম্যান ফেরদৌস কৌরাইশীর বাডিতে হামলা,বি এন পি প্রচার সম্পাদক মোহাম্মদ হানিফ এর বাডিতে ২০১৪ সালে আগুন লাগিয়ে বাডি ঘর পুডানো।মহিউদ্দিন,ছাত্রদল নেতা মাহফুজ,নিজাম উদ্দিন,এর বাডিতে পুলিশ দিয়ে বাডিতে হয়রানি ও মিথ্যা মামলায় জডনো ছিল নাসিমের উপদেষ্টা শন্কর শীল। তার কাছে যে অবৈধ অস্ত্র আছে তা যদি উদ্ধার করা না হয় , এলাকাবাসী আশন্কা করছেন। যে কোন সময় যুবলীগ নেতা শন্কর শীল লেমুয়াতে তার অনুসারী দের নিয়ে হামলা করতে পারে।৫ই আগষ্টের ছাত্র জনতা আন্দোলনের মিছিলে হামলায় লেমুয়া ইউনিয়ন যুবলীগের নেতৃত্ব দানকরী শন্করকে গ্রেফতার করা না হয় তার নিকট থাকা অবৈধ অস্ত্র উদ্ধার না হয় যে কোন সময় বডধরনের সমস্য হতে পারে।শন্কর শীল বর্তমানে লেমুয়া ইউনিয়ন কিছু বি এন পি নেতা ও কিছু জামাতের নেতার সেল্টারে বাডিতে আসা যাওয়া করছে।