গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম মোছা. আকলিমা আক্তার (৩০)। তিনি স্বামী মিলনকে নিয়ে শেখবাড়ী মসজিদের পাশের জয়নালের বাড়িতে ভাড়া থাকতেন। ২১ মে (বুধবার) সকাল ১০টার দিকে আকলিমা আক্তারের ৬-৭ মাস বয়সী শিশুর কান্নার শব্দ শুনে পাশের রুমের ভাড়াটিয়ারা তার ঘরে গিয়ে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। শিশুটির কান্নায় চারপাশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী মিলন স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। নিহতা আকলিমা আক্তারের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়। জীবিকার তাগিদে তিনি জৈনাবাজার এলাকার মাহাদীন নামক একটি পোশাক কারখানায় চাকরি করতেন। শ্রীপুর থানার ওসি জানিয়েছেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিচারের দাবিতে উত্তেজনা বিরাজ করছে।