রাঙামাটি রাজ বনবিহারের সাধক প্রবর শ্রাবক বুদ্ধ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভন্ত)’র শিষ্যসঙ্ঘ ত্রয়োদশ সঙ্ঘরাজ শ্রীমৎ জ্ঞানশ্রী মহাস্থবিরকে দর্শন করতে গেলেন। সাধক প্রবর পরম পূজ্য শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের উপসম্পদা গুরু ও সংগীতিকার সংঘের অন্যতম সদস্য ত্রয়োদশ সংঘরাজ শ্রীমৎ জ্ঞানশ্রী মহাস্থবিরকে দেখতে গেলেন বনভন্তের শিষ্যসংঘের প্রধান ও রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবিরসহ একদল ভিক্ষুসঙ্ঘ। শ্রদ্ধেয় শ্রীমৎ জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়ের বর্তমান বয়স ১০২ বছর। তিনি অনেক মাস যাবত বার্ধক্যজনিত রোগ-শয্যায় অবস্থান করছেন। শ্রদ্ধেয় ভন্তের সাথে অনেকক্ষণ কুশলাকুশল বিনীময়ের পর শ্রদ্ধেয় ভন্তের ঔষধ-প্রত্যয় সেবার জন্য বনভন্তের শিষ্যসঙ্ঘের পক্ষ থেকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা শ্রদ্ধাদান প্রদান করা হয়। এবং শ্রদ্ধেয় ভন্তে শ্রীমৎ জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়কে সুস্বাস্থ্যের জন্য বুদ্ধের সমীপে প্রার্থনা করিয়ে দেওয়া হয় এবং শারীরিক সুস্থতা কামনা করা হয়।